পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 16, 2020, 5:27 PM IST

ETV Bharat / state

রামপুরহাটে কোরোনা পজ়িটিভ দম্পত্তি, বন্ধ ব্যাঙ্ক

রামপুরহাটের 7 নম্বর ওয়ার্ডের একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন দম্পতি ৷ সম্প্রতি তাঁরা কলকাতায় যায় ৷ সেখানেই তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় ৷ আজ সকালে তাঁদের কোরোনা পরীক্ষার রিপোর্ট আসে ৷ রিপোর্টে ওই দম্পতি কোরোনা পজ়িটিভ ৷

কোরোনা সংক্রমণ
কোরোনা সংক্রমণ

রামপুরহাট, 16 জুলাই : রামপুরহাটে এবার কোরোনায় আক্রান্ত দম্পতি ৷ তিন দিন আগে কলকাতায় তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় ৷ আজ রিপোর্ট আসে ৷ রিপোর্ট ওই দম্পতি কোরোনা ভাইরাস পজ়িটিভ উল্লেখ রয়েছে ৷ তারপরই বীরভূম জেলা প্রশাসনের তরফে ওই দম্পতিকে আজ সকালে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্তর্গত একটি বেসরকারি হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে ৷

ওই দম্পতি ব্যাঙ্ককর্মী ৷ স্বামী রামপুরহাটের একটি বেসরকারি ব্যাঙ্কে কর্মরত ৷ এবং স্ত্রী বীরভূমের মাড়গ্রাম শাখার ইউনিয়ন ব্যাঙ্কের কর্মী ৷ রামপুরহাটের 7 নম্বর ওয়ার্ডের একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তাঁরা৷ সম্প্রতি ওই দম্পতি নিজেদের ব্যক্তিগত কাজে কলকাতায় যায় ৷ সেখানেই তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় ৷ তিনদিন আগে কাজ সেরে রামপুরহাটে নিজেদের ভাড়া বাড়িতে ফিরলে স্থানীয়ারা তাঁদের বাড়িতে উঠতে বাধা দেন৷ তারপরই তাঁরা রামপুরহাটের সানঘাটা পাড়ায় একটি হোটেলে ওঠেন ৷ ওই ব্যক্তির বাড়ি বর্ধমানে ৷ এবং মহিলা নদিয়ার নবদ্বীপের বাসিন্দা ৷ কর্মসূত্রে দুইজনেই বীরভূমের রামপুরহাটে থাকতেন ৷

আজ সকালে তাঁদের কোরোনা পরীক্ষার রিপোর্ট আসে৷ রিপোর্টে ওই দম্পতি কোরোনা পজ়িটিভ উল্লেখ থাকায় জেলা প্রশাসনের তরফে তাঁদের রামপুরহাটের কোরোনা হাসপাতালের আইসোলেশনে ভরতি করা হয় ৷ সেই সঙ্গে বন্ধ করা হয়েছে বীরভূমের মাড়গ্রাম শাখার ইউনিয়ন ব্যাঙ্ক ৷ ইতিমধ্যেই ওই হোটেলটিকে বন্ধ করা হয়েছে প্রশাসনের তরফে ৷ সেখানে কর্মরত সাতজন কর্মী ও দুইজন আবাসিককে পর্যবেক্ষণে রাখা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details