পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Maan ki Baat at Bagtui: বিজেপি নেতাদের সঙ্গে বসে 'মন কি বাত' শুনলেন মিহিলাল, সঙ্গে বগটুইয়ে নিহতদের পরিবার - Bagtui Maan Ki Baat

বগটুই কাণ্ডে মৃতদের পরিবারের সঙ্গে জেলা তৃণমূল নেতৃত্বের দূরত্ব বাড়ার ইঙ্গিত আগেই মিলেছিল ৷ রবিবার বিজেপি নেতাদের সঙ্গে মিলে প্রধানমন্ত্রীর 'মন কি বাত' শুনলেন মিহিলাল শেখ-সহ বগটুই কাণ্ডে নিহতদের পরিবারের অন্যান্য সদস্যরা (Bagtui victims family) ৷

ETV Bharat
মন কি বাত অনুষ্ঠান শুনছেন বগটুইকাণ্ডে নিহতদের পরিবার

By

Published : Mar 26, 2023, 5:09 PM IST

বিজেপি নেতাদের সঙ্গে বসে 'মন কি বাত' শুনলেন মিহিলাল শেখ

রামপুরহাট, 26 মার্চ: জেলার বিজেপি নেতাদের সঙ্গে নিয়ে প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত' অনুষ্ঠান শুনলেন বগটুইকান্ডে নিহতদের পরিবারের সদস্যরা ৷ ছিলেন মিহিলাল শেখ-সহ অন্যান্যরা ৷ রবিবার বীরভূমের বগটুই গ্রামে মিহিলালের বাড়ির উঠোনে এই অনুষ্ঠান শোনার ব্যবস্থা করা হয় ৷ বগটুই-এর পীড়িত পরিবারের সদস্যদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি'র বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা, মহিলা মোর্চার জেলা সভানেত্রী রশ্মি দে-সহ বিজেপির জেলা নেতৃত্বের অন্যান্যরা (Bagtui victims family with BJP leaders) ৷ এদিন রাজ্য সরকারের সমালোচনা করে মিহিলাল শেখ জানান তিনি বিজেপি'র সঙ্গে আছেন ৷

উল্লেখ্য, 21 মার্চ বগটুইকাণ্ডের বর্ষপূর্তিতে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গ্রামে এসে নিহতদের স্মরণসভায় যোগদান করেন । সেদিনই রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা-সহ জেলার বিধায়করা মিহিলাল শেখের বাড়িতে সমবেদনা জানাতে যান ৷ কিন্তু সেখানে আশিস বন্দ্যোপাধ্যায়কে তাঁদের বাড়িতে ঢুকতে বাধা দেন বাড়ির লোকজন (Bagtui Maan Ki Baat)।

এরপর শুভেন্দু অধিকারীর কলকাতা দফতরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন মিহিলাল শেখ-সহ বেশ কয়েকজন । সেখান থেকে বগটুই গ্রামে ফিরে এসে ফের আশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হন মিহিলাল । শনিবার সংবাদমাধ্যমের সামনে মিহিলাল বলেন, "ভাদু শেখ ও তাঁর সঙ্গীরা আশিস বন্দ্যোপাধ্যায়ের জন্য সোনার ডিম পাড়া হাঁস । তাঁর জন্যই দলের ক্ষতি হচ্ছে ।"

মিহিলালের ওই মন্তব্যের পর এদিন মিহিলালের বাড়িতে প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত'-এর অনুষ্ঠান হওয়ায় জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে । সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, "এই বিষয়ে আমার কিছু বলার নাই। আমরাও দিদির দূত, দুয়ারে সরকার অনুষ্ঠান করছি । আমাদের সঙ্গেও অনেক মানুষ যুক্ত হচ্ছেন ।"

আরও পড়ুন:দু'একজনের জন্য তৃণমূল কংগ্রেস মন্দির অপবিত্র হতে পারে না, দুর্নীতি প্রসঙ্গে মন্তব্য শোভনদেবের

তৃণমূল সূত্রে খবর, 2 দিন আগেই কালীঘাটে বীরভূমের তৃণমূল নেতাদের সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল জেলা তৃণমূল নেতৃত্বকে ৷ বগটুই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা ৷ নানুরের তৃণমূল নেতা কাজল শেখকে বগটুই দেখার দায়িত্ব দেন তৃণমূল সুপ্রিমো । তারপরও এদিন জেলা বিজেপি নেতাদের সঙ্গে মিলে মিহিলাল শেখদের 'মন কি বাত' অনুষ্ঠান দেখায় চাপে তৃণমূল জেলা নেতৃত্ব ।

ABOUT THE AUTHOR

...view details