রামপুরহাট, 26 মার্চ: জেলার বিজেপি নেতাদের সঙ্গে নিয়ে প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত' অনুষ্ঠান শুনলেন বগটুইকান্ডে নিহতদের পরিবারের সদস্যরা ৷ ছিলেন মিহিলাল শেখ-সহ অন্যান্যরা ৷ রবিবার বীরভূমের বগটুই গ্রামে মিহিলালের বাড়ির উঠোনে এই অনুষ্ঠান শোনার ব্যবস্থা করা হয় ৷ বগটুই-এর পীড়িত পরিবারের সদস্যদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি'র বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা, মহিলা মোর্চার জেলা সভানেত্রী রশ্মি দে-সহ বিজেপির জেলা নেতৃত্বের অন্যান্যরা (Bagtui victims family with BJP leaders) ৷ এদিন রাজ্য সরকারের সমালোচনা করে মিহিলাল শেখ জানান তিনি বিজেপি'র সঙ্গে আছেন ৷
উল্লেখ্য, 21 মার্চ বগটুইকাণ্ডের বর্ষপূর্তিতে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গ্রামে এসে নিহতদের স্মরণসভায় যোগদান করেন । সেদিনই রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা-সহ জেলার বিধায়করা মিহিলাল শেখের বাড়িতে সমবেদনা জানাতে যান ৷ কিন্তু সেখানে আশিস বন্দ্যোপাধ্যায়কে তাঁদের বাড়িতে ঢুকতে বাধা দেন বাড়ির লোকজন (Bagtui Maan Ki Baat)।
এরপর শুভেন্দু অধিকারীর কলকাতা দফতরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন মিহিলাল শেখ-সহ বেশ কয়েকজন । সেখান থেকে বগটুই গ্রামে ফিরে এসে ফের আশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হন মিহিলাল । শনিবার সংবাদমাধ্যমের সামনে মিহিলাল বলেন, "ভাদু শেখ ও তাঁর সঙ্গীরা আশিস বন্দ্যোপাধ্যায়ের জন্য সোনার ডিম পাড়া হাঁস । তাঁর জন্যই দলের ক্ষতি হচ্ছে ।"