বগটুই, 28 মার্চ : কেটে গেল এক সপ্তাহ ৷ বীরভূমের বগটুইয়ের (Bagtui Massacre) নারকীয় হত্যালীলা তোলপাড় ফেলে দিয়েছে গোটা রাজ্যে ৷ ঘটনার রেশ ছড়িয়েছে জাতীয় ক্ষেত্রেও ৷ উত্তপ্ত রাজনীতির আঙিনা ৷ চলছে দোষারোপ-পাল্টা দোষারোপ (Rampurhat incident) ৷ একইসঙ্গে চলছে তদন্তও ৷ অভিশপ্ত 21 মার্চের পর থেকে কীভাবে কাটল এই সাতটা দিন, কোনদিকে এগোল তদন্তের গতিপ্রকৃতি, কতটা চড়ল রাজনীতির পারদ, দেখে নেব একনজরে (what happened in seven days after Rampurhat incident)৷
1) 21 মার্চ রাত্রি সাড়ে 8 টা ৷ বগটুই মোড়ে দুটি বাইক চড়ে আসে চার দুষ্কৃতী ৷ বোমা ছুড়ে খুন করে রামপুরহাট 1 নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখকে ৷ উপ-প্রধান থাকার পাশাপাশি পুলিশের ডাক মাস্টার হিসেবে পরিচিত ছিল ভাদু ৷ অভিযোগ, পুলিশের হয়ে সে টাকা তুলত । দীর্ঘদিন ধরে এই টাকার বখরা নিয়েই গণ্ডগোল বাঁধে অন্য গোষ্ঠীর সঙ্গে ৷ তার জেরেই তাঁকে খুন করা হয় বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ।
2) এরপরই ঘটে নারকীয় হত্যালীলা ৷ ওই রাতেই ভাদু শেখের অনুগামীরা বগটুই গ্রামে তাণ্ডব চালায় । প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে, দেড়শোর বেশি বোমা ছোড়া হয় গ্রামজুড়ে ৷ কমপক্ষে 10টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয় ৷ প্রথমে বাড়ি থেকে বের করে বেধড়ক মারধর করা হয় ৷ পরে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে পেট্রল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ নৃশংস ভাবে পুড়িয়ে মারা হয় শিশু ও মহিলাদের ৷ সরকারি ভাবে মৃতের সংখ্যা 8 । যদিও, বেসরকারিভাবে হিসেবটা আরও বেশি ৷ একই বাড়ি থেকে মহিলা-শিশু সহ 7টি দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয় ৷
3) প্রশ্ন উঠেছে,
- কেন উপ-প্রধান খুনের পর গ্রামে পুলিশ পিকেট বসানো হল না ? কেন পুলিশ মোতায়েন করা হল না ?
- এসডিপিও বাংলো থেকে মাত্র 700 মিটার দূরে এই ভয়াবহ ঘটনা ঘটল, অথচ রাতে গ্রামে পুলিশ বাহিনী গেল না কেন ?
- ঘটনাস্থলে দাঁড়িয়ে দমকল কর্মীরা 10টি মৃতদেহ উদ্ধার করেছি বললেও, সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য 8 জন মৃত কেন বললেন ?
আরও পড়ুন:TMC-BJP MLAs fight : বিধানসভায় তুলকালাম, তৃণমূল-বিজেপি বিধায়কদের হাতাহাতি
4) এই ঘটনা নিয়ে রাজ্যজুড়ে নিন্দার ঝড় ওঠে ৷ 22 মার্চ নবান্নে মুখ্যসচিরের তত্ত্বাবধানে বৈঠকে বসেন স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজিরা ৷ এই বৈঠকের পরেই রামপুরহাটের এসডিপিও সায়ন আহমেদ ও আইসিকে ত্রিদিব প্রামাণিককে ক্লোজ করা হয় ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে যান পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল ও লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ । ওই দিনই সিট গঠন করে সিআইডি তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
5) বগটুইয়ে নারকীয় হত্যালীলায় দ্রুত রিপোর্ট তলব করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ।