পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bagtui Families Return Home : মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশি নিরাপত্তায় বগটুইয়ের ফিরলেন মিহিলালরা - bagtui families return home with police protection

রামপুরহাটে নিহতদের ঘরছাড়া পরিজনদের গ্রামে ফেরাল পুলিশ (Home Return of Bagtui Families With Police Protection) ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁদের আজ গ্রামে ফেরানো হয়েছে ৷ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিটি পরিবারকে পুলিশি নিরাপত্তা দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷

Home Return of Bagtui Families With Police Protection
Home Return of Bagtui Families With Police Protection

By

Published : Mar 30, 2022, 1:44 PM IST

Updated : Mar 30, 2022, 3:11 PM IST

বগটুই, 30 মার্চ : মুখ্যমন্ত্রীর নির্দেশে বগটুইয়ে নিহতদের ঘরছাড়া পরিবারগুলিকে গ্রামে ফেরাল পুলিশ প্রশাসন (Home Return of Bagtui Families With Police Protection) ৷ রামপুরহাট-কাণ্ডে ঘটনার দিনের পর থেকে বেশ কয়েকটি পরিবার গ্রাম ছেড়ে সাঁইথিয়ার বাতাসপুরে আশ্রয় নিয়েছিলেন ৷ এ দিন পুলিশি ঘেরাটোপে তাঁদের বগটুই গ্রামে ফেরানো হয়েছে ৷ শুধু গ্রামে ফেরানো নয় ৷ ঘটনার রেশ না কাটা পর্যন্ত তাঁদের বাড়িতে পুলিশ মোতায়েন থাকবে ৷

পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখকে খুনের পর, রামপুরহাটের বগটুই গ্রামে রাতভর তাণ্ডব চালায় তাঁর অনুগামীরা ৷ 8-10টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয় ৷ মারধর করার পর জীবন্ত পুড়িয়ে শিশু-মহিলা সহ 9 জনকে হত্যা করা হয় বলে অভিযোগ ৷ এই ঘটনার পর থেকেই গ্রামছাড়া নিহতদের পরিজন সহ গ্রামের বহু মানুষ ৷ ওই ঘটনার পর বগটুই গ্রামে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি মনোজ মালভিয়াকে নির্দেশ দেন গ্রামছাড়াদের দ্রুত ফেরাতে হবে ৷

আরও পড়ুন : Rampurhat Massacre : নাড্ডার কাছে রামপুরহাট কাণ্ডের রিপোর্ট পেশ বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আজ তাঁদের গ্রামে ফেরাল পুলিশ ৷ ঘটনার পর থেকে নিহতদের পরিবারের একাংশ গ্রাম ছেড়ে সাঁইথিয়ার বাতাসপুরের গোপালজল গ্রামে আশ্রয় নিয়েছিল ৷ ঘটনার অন্যতম সাক্ষী মিহিলাল শেখ, বাণীরুল শেখ, কিরণ শেখ, আসাদুল শেখ সহ অন্যান্যদের পুলিশি নিরাপত্তায় বগটুই গ্রামে ফেরানো হয়েছে ৷ ইতিমধ্যে, এই মিহিলাল শেখকে দু’বার জিজ্ঞাসাবাদ করে কী ঘটেছিল ওই রাতে ? তা রেকর্ড করেছে সিবিআই ৷

Last Updated : Mar 30, 2022, 3:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details