রামপুরহাট, 26 মার্চ : বগটুই-কাণ্ডে গ্রেফতার হয়েছেন স্থানীয় বাসিন্দা মফিজুল শেখ ৷ আপাতত তিনি পুলিশি হেফাজতে রয়েছেন ৷ তাই তাঁর সঙ্গে দেখা করতে রামপুরহাট থানায় হাজির স্ত্রী-সন্তানেরা (Bagtui Accused Family Members Visit Rampurhat PS to meet him) ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, সোমবার সন্ধ্যায় রামপুরহাটের স্থানীয় এক পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন (TMC Leader Murder Case at Rampurhat) ৷ অভিযোগ, তার পালটা হিসেবে এলাকার বগটুই গ্রামে বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় (Rampurhat Massacre) ৷ মারধরের পর পুড়িয়ে মারা হয় অন্তত 8 জন ৷ অগ্নিদগ্ধ হয়ে বেশ কয়েকজন চিকিৎসাধীন ৷