পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল নেতাদের গাড়ি বাড়ি নিলাম করে গরিবদের টাকা ফেরত দেব : সেলিম - salim comment on tmc leaders at nalhati

বীরভূমের নলহাটিতে CAA , NRC এবং NPR এর বিরুদ্ধে জনসভায় তৃণমূল নেতা-নেত্রীদের কড়া সমালোচনা করলেন CPI(M) নেতা মহম্মদ সেলিম । বাম কংগ্রেসের যৌথ উদ্যোগে এই জনসভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের নেতা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ।

left congress
বাম কংগ্রেসের জনসভা

By

Published : Feb 8, 2020, 11:52 PM IST


নলহাটি, 8 ফেব্রুয়ারি : “তৃণমূল নেতাদের গাড়ি বাড়ি নিলাম করে গরিবদের টাকা ফেরত দেব ৷ ” বীরভূমের নলহাটিতে CAA , NRC এবং NPR এর বিরুদ্ধে জনসভায় এভাবেই তৃণমূলকে আক্রমণ করলেন CPI(M) নেতা মহম্মদ সেলিম । আজ বীরভূমের নলহাটিতে বাম-কংগ্রেসের যৌথ জনসভায় মহম্মদ সেলিমের পাশাপাশি উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা অভিজিৎ মুখোপাধ্যায় ।

নলহাটির হরিপ্রসাদ হাইস্কুলের খেলার মাঠে এই জনসভার আয়োজন করা হয় । জনসভায় অভিজিৎ মুখোপাধ্যায় এবং মহম্মদ সেলিম ছাড়াও কংগ্রেস ও বামফ্রন্টের বিভিন্ন রাজ্য ও জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন । দেশে BJP সরকার এবং রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বিভিন্ন প্রকল্পের সমালোচনা করেন সেলিম ।

এই জনসভায় বাম কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন । মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সেলিম বলেন, “ক্ষমতায় এলে বালি খাদান, কয়লা খাদান এবং উন্নয়নের নামে লুটের টাকার পাই টু পাই হিসেব নেব । সে পাড়ার কাউন্সিলর হোক কিংবা মুখ্যমন্ত্রীর ভাইপো হোক, কেউ রেহাই পাবে না ।”

ABOUT THE AUTHOR

...view details