পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শান্তিনিকেতন থেকে ফের থেকে চন্দন গাছ চুরির চেষ্টা - শান্তিনিকেতন

শান্তিনিকেতন চত্বর থেকে চন্দন গাছ চুরির চেষ্টা করল দুষ্কৃতীরা ৷ বিশ্বভারতীর উপাচার্যের বাসভবনের সামনে থেকে গাছ কাটার চেষ্টা করে দুষ্কৃতীরা ৷

চন্দন গাছের গুঁড়ি

By

Published : Oct 10, 2019, 11:00 PM IST

শান্তিনিকেতন, 10 অক্টোবর : ফের শান্তিনিকেতন চত্বর থেকে চন্দন গাছ চুরির চেষ্টা করল দুষ্কৃতীরা ৷ বিশ্বভারতীর উপাচার্যের বাসভবনের সামনে থেকে গাছ কাটার চেষ্টা করে দুষ্কৃতীরা ৷ নিরাপত্তারক্ষীরা টের পাওয়ায় গাছের গুঁড়ি ফেলে রেখে পালায় দুষ্কৃতীরা ৷

কয়েক বছর ধরে শান্তিনিকেতন থেকে চন্দন গাছ চুরি করতে একটি চক্র সক্রিয় ৷ শুধু চন্দন গাছ নয়, অন্যান্য মূল্যবান গাছও কেটে নিয়ে গেছে দুষ্কৃতীরা । কিন্তু এখনও চুরির সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি পুলিশ ৷ বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরাও কাউকে ধরতে পারেনি ৷ বিশ্বভারতীর রবীন্দ্রভবন, ছাতিমতলা, রতনকুঠির মত এলাকায় কড়া নিরাপত্তা সত্ত্বেও সেখান থেকে চন্দন গাছ চুরি গেছে ৷ 20 সেপ্টেম্বর রবীন্দ্রভবন ও মালঞ্চ থেকে দু'টি চন্দন গাছ কেটে নিয়ে যায় দুষ্কৃতীরা ৷ পরে লালবাঁধ পুকুর থেকে গাছের গুঁড়ি উদ্ধার হয়েছিল ৷

দেখুন ভিডিয়ো...

বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার বলেন, "চন্দন গাছ চুরির চেষ্টা হয়েছিল । বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা জানতে পেরে ধাওয়া করে । তাতে চুরি রোখা গেছে ।"

ABOUT THE AUTHOR

...view details