বোলপুর, 18 অক্টোবর : কৃষি আইনের সমর্থনে মিছিলকে কেন্দ্র করে BJP-র গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে । জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের বিরুদ্ধে সরব হলেন BJP-র অন্য জেলা নেতারা । স্থানীয় BJP নেতা দিলীপ ঘোষের সঙ্গে বচসা হয় বেশকিছু নেতার । পরে বোলপুর শহরজুড়ে মিছিল করে BJP নেতা কর্মীরা ।
বীরভূমে BJP-র জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের সঙ্গে দলেরই একটি অংশের মতবিরোধ দীর্ঘ দিনের । এদিন বোলপুরের রেল ময়দান থেকে কৃষি আইনের সমর্থনে একটি মিছিলের ডাক দেয় BJP নেতৃত্ব । জেলা সভাপতির বিরোধী গোষ্ঠীর নেতারা এই মিছিলের ডাক দেয় । জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের অনুগামীরা মিছিলে সামিল হতে এলে শুরু হয় দু'পক্ষের বচসা । মিছিলের আগেই প্রকাশ্যে শুরু হয় দুই গোষ্ঠীর দ্বন্দ্ব । BJP নেতা দিলীপ ঘোষের সঙ্গেও বচসা হয় কিষান মোর্চার সভাপতি সোমনাথ ঘোষের । পরে জেলা সভাপতির বিরোধী গোষ্ঠীর নেতা কর্মীরা বোলপুর শহরজুড়ে মিছিল করে ৷