পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Covid Restrictions in Bolpur : বাড়ছে করোনা সংক্রমণ, বোলপুরে দুপুরের পর বন্ধ দোকান-বাজার - বাড়ছে করোনা সংক্রমণ, বোলপুরে দুপুরের পর বন্ধ দোকান-বাজার

সংক্রমণ বাড়ায় বিধিনিষেধ জারি বোলপুরে ৷ দুপুর 2টোর পর বোলপুরে বন্ধ থাকছে দোকান-বাজার (Covid Restrictions in Bolpur ) ৷

Covid Restrictions in Bolpur
বোলপুরে দুপুরের পর বন্ধ দোকান-বাজার

By

Published : Jan 9, 2022, 6:20 PM IST

Updated : Jan 9, 2022, 7:17 PM IST

বোলপুর, 9 জানুয়ারি : করোনা সংক্রমণ রুখতে কড়া বিধিনিষেধ জারি হল বোলপুর শহরে (Covid Restrictions in Bolpur) ৷ দুপুর 2 টোর পর বোলপুরে বন্ধ থাকছে সমস্ত দোকান-বাজার । রবিবার থেকে এই এই বিধি লাগু হয়েছে, চলবে 15 জানুয়ারি পর্যন্ত ৷ প্রশাসনিক নির্দেশ অনুযায়ী এই ক'দিন সকাল 6টা থেকে দুপুর 2 টো পর্যন্ত খোলা থাকবে দোকান-বাজার ৷ এই নিয়ম সঠিকভাবে মানা হচ্ছে কি না, তা দেখতে টহলদারি চালাচ্ছে বোলপুর পৌরসভা ও পুলিশ ৷ তবে এই বিধির বাইরে রাখা হয়েছে জরুরি পরিষেবাকে ৷

তবে শুধু বোলপুর নয়, একই ভাবে সিউড়ি ও রামপুরহাট পৌরসভাতেও বিধিনিষেধ লাগু করা হয়েছে ৷ রবিবার নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে আমজনতাকে মাস্ক পরার বিষয়ে সচেতন করেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল । তিনি বলেন, "পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে ৷ সকলকে বলব মাস্ক ব্যবহার করুন ৷ বোলপুরে সব দোকান-বাজার 2টো পর্যন্ত খোলা ৷ আর কিছুটা সময় খোলা রাখা যায় কিনা সেই নিয়ে কথা বলব ৷ তবে সচেতন না হলে মুশকিল হবে।"

বাড়ছে করোনা সংক্রমণ, বোলপুরে দুপুরের পর বন্ধ দোকান-বাজার

আরও পড়ুন : সাগরমেলার পুণ্যার্থীদের জন্য শিয়ালদা স্টেশনে করোনা পরীক্ষা শিবির

বীরভূমে কোভিড গ্রাফ বেশ ঊর্ধ্বমুখী ৷ বীরভূম স্বাস্থ্য জেলায় 492 জন কোভিড আক্রান্ত ও রামপুরহাট স্বাস্থ্য জেলায় 212 জন আক্রান্ত । বোলপুর পৌরসভার প্রশাসক পর্ণা ঘোষ এপ্রসঙ্গে বলেন, "এত কোভিড বাড়ছে তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি ।" বোলপুরের পাশাপাশি সিউড়ি পৌরসভাতেও বিকেল 5টার পর থেকে সমস্ত দোকান-বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ রামপুরহাট পৌরসভাতেও লাগু হয়েছে বিধিনিষেধ ।

Last Updated : Jan 9, 2022, 7:17 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details