প্রখ্যাত শিল্পী সনৎ কর প্রয়াত বোলপুর, 9 জানুয়ারি: প্রয়াত প্রখ্যাত শিল্পী সনৎ কর (Sanat Kar)৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 88 বছর । বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ সোমবার ভোররাতে শান্তিনিকেতনের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী (Sanat Kar Passes Away)। তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় বিশ্বভারতীর কলাভবনে ৷ সেখানে উপস্থিত ছিলেন শিল্পী, অধ্যাপক-অধ্যাপিকা ও পড়ুয়ারা । তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শান্তিনিকেতনে (Santiniketan)।
শিল্পী সনৎ করের জন্ম হয় 1935 সালে ৷ কলকাতার সরকারি আর্ট কলেজ থেকে পড়াশোনা করেন তিনি ৷ পরবর্তীতে কবিগুরুর বিশ্বভারতীর কলাভবনে গ্রাফিক্স বিভাগে অধ্যাপনা শুরু করেন । এক সময়ে কলাভবনের অধ্যক্ষও হন সনৎ কর ৷ 1955 সালে কর্মজীবন থেকে অবসর নেন তিনি ৷ তবে অবসর নেননি তাঁর শিল্পী সত্বাকে ৷ শিল্পচর্চায় নিজেকে নিয়োজিত রেখে গিয়েছেন বরাবর ৷
তাঁর সময়কালে অন্য ঘরানার গ্রাফিক্স প্রিন্টিং শিল্পকর্ম শিল্প জগৎকে সমৃদ্ধ করেছে ৷ অর্থাৎ ছাত্রছাত্রীদের সহজে ব্যবহৃত সামগ্রীর উপর গ্রাফিক্স প্রিন্টিংয়ের অসামান্য কাজ তিনি উপহার দিয়ে গিয়েছেন । প্রকৃতির মাঝে শান্তিনিকেতনের মনোরম পরিবেশও ফুটে উঠেছে তাঁর শিল্পকর্মে ৷ সোসাইটি অফ কনটেম্পোরারি আর্টিস্ট গ্রুপের সঙ্গেও যুক্ত ছিলেন শিল্পী সনৎ কর ।
আরও পড়ুন:100-এ 200 ! মেধাতালিকা বিভ্রাটে তদন্ত কমিটি গড়ল বিশ্বভারতী
সনৎ করের প্রয়াণে শোকস্তব্ধ শান্তিনিকেতন ৷ শিল্পী সুশোভন অধিকারী শিল্পীর সম্পর্কে বলেন, "তিনি অত্যন্ত ছাত্রদরদী ছিলেন । ছাত্রদের যে কোনও প্রয়োজনে সবার আগে তিনি গিয়ে পাশে দাঁড়াতেন ৷ সবরকম ভাবে সহযোগিতা করতেন ৷ তাঁর শিল্পকর্ম আমাদের শিল্প জগৎকে অন্য মাত্রা দিয়েছিল । তিনি আমারও শিক্ষক ছিলেন ৷ তাঁর প্রয়াণে অপূরণীয় ক্ষতি হল ৷ কলাভবন একজন সম্পদকে হারাল । আমরা খুবই ব্যথিত । জীবনের শেষদিন পর্যন্ত তিনি শিল্পকে নিজের সঙ্গে জড়িয়ে রেখেছিলেন ৷ "