কীর্ণাহার, 31 মার্চ : প্রয়াত রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত শোলা শিল্পী অনন্ত মালাকার (Artist Ananta Malakar Passes Away) ৷ দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি ৷ হৃদযন্ত্রের সমস্যা ও পায়ে সংক্রমণজনিত সমস্যাও ছিল তাঁর ৷ বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই শিল্পী ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 81 বছর ৷ মৃত্যুর মাত্র একদিন আগেই ইটিভি ভারতের সঙ্গে কথা বলেছিলেন শিল্পী ৷ জানিয়েছিলেন, লকডাউনে প্রাপ্য রেশনটুকুও পাননি তিনি, মেলেনি শিল্পী ভাতা ৷ সরকারি সাহায্য না মেলায় চিকিৎসা করাতেও আর্থিক সমস্যা হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি ৷ কিছুটা আক্ষেপের সুরেই বলেছিলেন, কাউকে তিনি দোষারোপ করতে চান না, কিন্তু এখন কেন্দ্র বা রাজ্য কোনও সরকারই তাঁর খোঁজ রাখে না ৷
অথচ একসময় নিজের কাজের জন্যই দেশে পরিচিতি পেয়েছিলেন তিনি ৷ তাঁর শিল্পকর্মের জন্য 1970 সালে রাষ্ট্রপতি পুরস্কার পান শোলা শিল্পী অনন্ত মালাকার ৷ দেশের তৎকালীন রাষ্ট্রপতি ভিভি গিরি তাঁর হাতে এই পুরষ্কার তুলে দেন । ভারতের 25তম স্বাধীনতা দিবসে শোলার বৃহৎ দুর্গা প্রতিমা নির্মাণের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি তাঁকে বিশেষ সম্মানে সম্মানিত করেন । 2004 সালে দেশের তৎকালীন উপ-রাষ্ট্রপতি ভৈরোঁ সিং শেখাওয়াত তাঁকে 'শিল্পগুরু' সম্মানে ভূষিত করেন । এছাড়াও, তাঁর শিল্পকর্ম নিয়ে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি সংগ্রহশালা, দিল্লির জাতীয় সংগ্রহশালা, কলকাতার বিড়লা আকাদেমি, আশুতোষ সংগ্রহশালা, ন্যাশনাল কাউন্সিল অফ সাইন্স মিউজিয়াম-সহ দেশের একাধিক সংগ্রহশালায় প্রদর্শনী হয়েছে ।