বোলপুর, 27 অক্টোবর: শান্তিনিকেতনে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি, যার নাম দোতারা, সেই বাড়িটি এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে । পার্থ চট্টোপাধ্যায়ের মতো শান্তিনিকেতনের রতনপল্লীতে বিলাসবহুল বাগানবাড়ি রয়েছে রেশন দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রীর ৷ জানা গিয়েছে, 2017 সালে দেড় কোটি টাকা দিয়ে মেয়ের নামে এই বাড়ি কিনেছিলেন মন্ত্রী ৷
প্রায় 21 ঘণ্টা ম্যারাথন জেরার পর রাজ্যের হেভিওয়েট বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । জানা গিয়েছে, রেশন দুর্নীতি মামলায় তৎকালীন খাদ্যমন্ত্রীর একাধিক সম্পত্তি ইডির র্যাডারে রয়েছে । সেই তালিকায় রয়েছে শান্তিনিকেতনের রতনপল্লীতে বিলাসবহুল বাগান বাড়িটিও ৷ শুক্রবার বাড়িতে কেয়ার টেকার থাকলেও ভিতর থেকে তালা বন্ধ । সংবাদমাধ্যমের সামনে আসছেন না তাঁরা । তবে নিয়মিত এই বাড়িতে মন্ত্রীর আত্মীয়স্বজন আসতেন, এমনটাই জানা যাচ্ছে ।
2017 সালে প্রায় দেড় কোটি টাকার বিনিময়ে মেয়ে প্রিয়দর্শীনী মল্লিকের নামে বাড়িটি কিনেছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । সেই সময় এই বীরভূম জেলায় সক্রিয় ছিলেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রেশন দুর্নীতি মামলায় অনুব্রতর যুক্ত থাকার অভিযোগ আগেই তুলেছেন ।