পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jyotipriya Mallick: শান্তিনিকেতনে জ্যোতিপ্রিয়র কেনা দেড় কোটি টাকার বাগানবাড়ি এখন ইডির নজরে - জ্যোতিপ্রিয় মল্লিক

Jyotipriya Mallick Santiniketan Villa: রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্য়ের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তাঁর একাধিক সম্পত্তি ইডির নজরে রয়েছে ৷ সেই তালিকায় রয়েছে শান্তিনিকেতনের একটি বাগানবাড়িও ৷

Jyotipriya Mallick Santiniketan Villa
Jyotipriya Mallick Santiniketan Villa

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 12:34 PM IST

Updated : Oct 27, 2023, 1:20 PM IST

শান্তিনিকেতনে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি ’দোতারা’

বোলপুর, 27 অক্টোবর: শান্তিনিকেতনে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি, যার নাম দোতারা, সেই বাড়িটি এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে । পার্থ চট্টোপাধ্যায়ের মতো শান্তিনিকেতনের রতনপল্লীতে বিলাসবহুল বাগানবাড়ি রয়েছে রেশন দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রীর ৷ জানা গিয়েছে, 2017 সালে দেড় কোটি টাকা দিয়ে মেয়ের নামে এই বাড়ি কিনেছিলেন মন্ত্রী ৷

প্রায় 21 ঘণ্টা ম্যারাথন জেরার পর রাজ্যের হেভিওয়েট বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । জানা গিয়েছে, রেশন দুর্নীতি মামলায় তৎকালীন খাদ্যমন্ত্রীর একাধিক সম্পত্তি ইডির র‍্যাডারে রয়েছে । সেই তালিকায় রয়েছে শান্তিনিকেতনের রতনপল্লীতে বিলাসবহুল বাগান বাড়িটিও ৷ শুক্রবার বাড়িতে কেয়ার টেকার থাকলেও ভিতর থেকে তালা বন্ধ । সংবাদমাধ্যমের সামনে আসছেন না তাঁরা । তবে নিয়মিত এই বাড়িতে মন্ত্রীর আত্মীয়স্বজন আসতেন, এমনটাই জানা যাচ্ছে ।

শান্তিনিকেতনে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি ’দোতারা’

2017 সালে প্রায় দেড় কোটি টাকার বিনিময়ে মেয়ে প্রিয়দর্শীনী মল্লিকের নামে বাড়িটি কিনেছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । সেই সময় এই বীরভূম জেলায় সক্রিয় ছিলেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রেশন দুর্নীতি মামলায় অনুব্রতর যুক্ত থাকার অভিযোগ আগেই তুলেছেন ।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারেরা শান্তিনিকেতনে তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়ির হদিশ পেয়েছিলেন ৷ তল্লাশিও চালিয়েছিলেন৷ এবার রাজ্যের আরও এক মন্ত্রীর বিলাসবহুল বাগানবাড়ি ইডির আধিকারিকদের নজরে চলে এসেছে ৷

শান্তিনিকেতনে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি ’দোতারা’

অভিযোগ, শুধু পার্থ চট্টোপাধ্যায় বা জ্যোতিপ্রিয় মল্লিক নন, রাজ্যের একাধিক নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের আমোদ-প্রমোদের জন্য শান্তিনিকেতনে বাড়ি রয়েছে ৷ আর কার কার বাড়ি রয়েছে সেখানে ? স্থানীয়রা অনেককে আসতে যেতে দেখলেও, এই বিষয়ে মুখ খুলতে নারাজ ৷

আরও পড়ুন:রেশন দুর্নীতিতে ম্যারাথন জেরার পর গ্রেফতার জ্যোতিপ্রিয়, চক্রান্তের শিকার; দাবি মন্ত্রীর

Last Updated : Oct 27, 2023, 1:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details