পাইকর, 5 জুলাই : ওড়িশার এক দুষ্কৃতীকে যৌথভাবে গ্রেফতার করল বীরভূম জেলা পুলিশ ও ওড়িশা পুলিশ । ঘটনাটি ঘটেছে বীরভূমের পাইকরে । গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গতকাল গভীর রাতে পাইকর গ্রামের একটি বাড়ি থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পাইকর থানার পুলিশ । আজ তাকে রামপুরহাট আদালতে তোলা হয় ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সুলেমান খান, ওরফে সলু । বাড়ি ওড়িশার ভদ্রক জেলার মিত্রমহল্লা গ্রামে । গত 16 জুন ওড়িশার বালেশ্বরে এক ব্যবসায়ীকে 9-10 জনের একটি দল গুলি করে ও কুপিয়ে খুন করে । সেই ঘটনায় তদন্ত করছে ওড়িশা পুলিশ । ক‘দিন আগে ওড়িশা পুলিশ জানতে পারে, খুনের পর সুলেমান ওড়িশা থেকে পালিয়ে বীরভূমের পাইকর গ্রামের এক দূর সম্পর্কে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে ৷ গত সাত-আট দিন ধরে পাইকর গ্রামে ছিল অভিযুক্ত ।