রামপুরহাট, 16 জুন :শারীরিক অবস্থার আরও অবনতি হল আনারুল হোসেনের ৷রামপুরহাটের বগটুইকাণ্ডে অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা আনারুল হোসেনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয় গত মঙ্গলবার । বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে রামপুরহাট মেডিক্যাল কলেজ থেকে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় (Anarul Islam shifted to Burdwan Medical College) । বুকে ব্যাথা, সুগার, রক্তচাপ-সহ তার একাধিক সমস্যা রয়েছে বলে হাসাপাতাল সূত্রে জানা গিয়েছে ।
গত 21 শে মার্চ রামপুরহাট 1 নম্বর ব্লকের বরশাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হওয়ার পর বগটুই গ্রামে কিছু বাড়িতে অগ্নিসংযোগ করা হয় ৷ সেই ঘটনায় শিশু-সহ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় 9 জনের । তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৎকালীন রামপুরহাট 1 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতার করা হয় । পরে হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার নেয় কেন্দ্রীয় সংস্থা সিবিআই । আনারুল বার বার দাবি করে এসেছে সে নির্দোষ । তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে । তখন থেকেই তিনি জেলে হেফাজতে রয়েছে আনারুল, ইতিমধ্যে তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ।