পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bagtui Massacre : বগটুই কাণ্ডে ধৃত আনারুলের শারীরিক অবস্থার অবনতি, আনা হল বর্ধমান মেডিক্যালে - Anarul shifted to Burdwan Medical College

বগটুইকাণ্ডে ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেনের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসাপাতাল থেকে তাকে স্থানান্তরিত করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজের ক্রিটিকাল কেয়ারে (Anarul Islam shifted to Burdwan Medical College) ৷

Bagtui Massacre news
আনারুলের শারীরিক অবস্থার অবনতি

By

Published : Jun 16, 2022, 3:59 PM IST

Updated : Jun 16, 2022, 4:13 PM IST

রামপুরহাট, 16 জুন :শারীরিক অবস্থার আরও অবনতি হল আনারুল হোসেনের ৷রামপুরহাটের বগটুইকাণ্ডে অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা আনারুল হোসেনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয় গত মঙ্গলবার । বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে রামপুরহাট মেডিক্যাল কলেজ থেকে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় (Anarul Islam shifted to Burdwan Medical College) । বুকে ব্যাথা, সুগার, রক্তচাপ-সহ তার একাধিক সমস্যা রয়েছে বলে হাসাপাতাল সূত্রে জানা গিয়েছে ।

গত 21 শে মার্চ রামপুরহাট 1 নম্বর ব্লকের বরশাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হওয়ার পর বগটুই গ্রামে কিছু বাড়িতে অগ্নিসংযোগ করা হয় ৷ সেই ঘটনায় শিশু-সহ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় 9 জনের । তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৎকালীন রামপুরহাট 1 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতার করা হয় । পরে হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার নেয় কেন্দ্রীয় সংস্থা সিবিআই । আনারুল বার বার দাবি করে এসেছে সে নির্দোষ । তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে । তখন থেকেই তিনি জেলে হেফাজতে রয়েছে আনারুল, ইতিমধ্যে তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ।

আরও পড়ুন :Bagtui Massacre : বগটুই কাণ্ডে ধৃত তৃণমূল নেতা আনারুলের জামিন খারিজ

গত সোমবার বুকে ব্যথা অনুভব করলে আনারুল হোসেনকে রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় । বুধবার রামপুরহাট মহকুমা আদালতে হাজিরার তারিখ ছিল তার । কিন্তু অসুস্থতার কারণে আদালতে অনুপস্থিত ছিল আনারুল । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয় । তারপরই রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বর্ধমান মেডিক্যাল কলেজের ক্রিটিকাল কেয়ারে স্থানান্তরিত করা হয় তাকে ।

Last Updated : Jun 16, 2022, 4:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details