ময়ূরেশ্বর, 7 অক্টোবর:ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত সিকিম ৷ প্রকৃতির এই ধ্বংসলীলা কবে শেষ হবে, তা অজানা ৷ সিকিমের এই প্রাকৃতিক বিপর্যয়ের বহু প্রাণহানির ঘটনা ঘটেছে ৷ সেই বিপর্যয়ে শহিদ হয়েছেন ভারতের এর বীর জওয়ান গোপাল মার্ডি (29) ৷ যিনি এ রাজ্যের বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার নান্দুলিয়া গ্রামের বাসিন্দা ৷
জলপাইগুড়ির বিন্নাগুড়িতে পোস্টিং ছিলেন তিনি । সেখান থেকে মাসখানেক আগে সিকিমের হরভজন সিং মন্দিরে ডিউটিতে যোগ দেন। দুর্যোগের দিন সিকিমের হরভজন সিং মন্দির থেকে ডিউটি সেরে বিন্নাগুড়ি সেনাছাউনিতে ফিরে আসছিলেন । ফেরার পথে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দুর্ঘটনার কবলে পড়ে সেনা জওয়ানদের গাড়িটি ৷ প্রাথমিকভাবে অনুমান, 23জন সেনা আধিকারিককে নিয়ে জওয়ানের যে গাড়ি নিখোঁজ হয়ে গিয়েছিল, সেই গাড়িতেই ছিলেন জওয়ান গোপাল মার্ডি ৷ 4 অক্টোবর ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে গোপাল মার্ডির বাড়িতে তাঁর নিখোঁজ হওয়ার খবর দেওয়া হয় ৷ শুক্রবার সন্ধ্যায় ওই জওয়ানের মৃত্যুর খবর দেয় ভারতীয় সেনাবাহিনী । গ্রামের ছেলের মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই নান্দুলিয়া গ্রামে নেমে আসে শোকের ছায়া ৷
আরও পড়ুন:বন্ধ জাতীয় সড়ক, তিস্তার ভয়াল গ্রাসে জলের তলায় একাধিক গ্রাম