বোলপুর (বীরভূম), 30 জানুয়ারি: অমর্ত্য সেনের (Amartya Sen) বাড়ির জমি বিতর্কে সোমবার আসরে নেমেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ বীরভূমের বোলপুরে (Bolpur) নোবেলজয়ীর সঙ্গে দেখা করার পর তাঁর প্রতীচী বাড়ির নথি প্রকাশ করেছেন তিনি ৷ পাশাপাশি দাবি করেছেন যে সরকারি নথিতে বেশি জমি দখলের কোনও প্রমাণ নেই ৷ এর পরই বিজেপির (BJP) জাতীয় সম্পাদক অনুপম হাজরা (Anupam Hazra) দাবি করেছেন যে মুখ্যমন্ত্রীর দাবি, সঠিক হলে ক্ষমা চাওয়া উচিত বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ৷
অন্যদিকে এদিন মুখ্যমন্ত্রী এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধেও তোপ দেগেছেন ৷ সেই নিয়েও পালটা প্রতিক্রিয়া দিয়েছেন অনুপম৷ জানিয়েছেন, বিশ্বভারতীর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই ৷ তাই উপাচার্যের কোনও সিদ্ধান্তের দায় বিজেপির নয় ৷ এদিন বোলপুরে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই দাবি করেন বোলপুরের প্রাক্তন সাংসদ ৷
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে ওই সাংবাদিক বৈঠকের লাইভ ভিডিয়ো পোস্ট করা হয় ৷ সেই ভিডিয়োটি শেয়ার করে এই প্রসঙ্গে লেখেন অনুপম ৷ অমর্ত্য সেনের প্রতীচী বাড়ির জমি বিতর্ক নিয়ে তিনি লিখেছেন, ‘‘প্রফেসর অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ির জমি সংক্রান্ত যাবতীয় তথ্য - যা এই প্রেস কনফারেন্সে তুলে ধরা হলো, ... তা যদি পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক হয়ে থাকে, ... তাহলে বিশ্বভারতী'র উপাচার্যের উচিত অবিলম্বে প্রফেসর অমর্ত্য সেনের কাছে ক্ষমা চেয়ে নেওয়া !!!’’
অমর্ত্য সেনের জমি বিতর্কে পোস্ট বিজেপির অনুপম হাজরার এর পর তিনি বিজেপির বিরুদ্ধে করা মমতার অভিযোগের জবাব দিয়েছেন ৷ একই সঙ্গে স্পষ্ট করেছেন যে বিশ্বভারতীর বিতর্কের দায় বিজেপি নেবে না ৷ তিনি লিখেছেন, ‘‘তবে মাননীয়াকে স্মরণ করিয়ে দেওয়া দরকার, বিশ্বভারতী একটি স্বায়ত্তশাসিত (autonomous) শিক্ষা প্রতিষ্ঠান; বিশ্বভারতী'র উপাচার্য এবং বিজেপি সমার্থক নয়; বিশ্বভারতীতে উপাচার্য যা সিদ্ধান্ত নেবেন বা নিয়ে থাকেন - তার দায় বিজেপি'র নয় !!!’’
আরও পড়ুন:অমর্ত্য সেনকে জেড প্লাস নিরাপত্তা ঘোষণা মমতার, বোলপুরের বাড়িতে গিয়ে দিলেন জমির নথি