জয়দেব , 10 সেপ্টেম্বর: "যে সমস্ত তৃণমূল নেতা হাতে মোটা মোটা সোনার চেন পরেন । যাদের মনে হচ্ছে ইডি-সিবিআই আসতে পারে । আমার ফেসবুকে নম্বর দেওয়া আছে, যোগাযোগ করে দলে আসতে পারেন ।" বীরভূমের জয়দেবে দলীয় সভামঞ্চ থেকে রবিবার এমনই বিস্ফোরক মন্তব্য বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা । তিনি আরও বলেন, "একদম স্ট্যাম্পটেড চোর যারা নন, কিছুটা স্বচ্ছ ভাবমূর্তি আছে তাদের জন্য বিজেপির দরজা খোলা । ইডি-সিবিআইয়ের থেকে বাঁচতে বিজেপি দল করাই ভরসা ?" কার্যত এই প্রশ্নই উঠছে বিজেপি নেতা অনুপম হাজরার বক্তব্যের পর ৷
এদিন বীরভূমের ইলামবাজারের জয়দেবে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার ডাকে একটি জনসভা ছিল । সেখানেই বক্তব্য রাখেন বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা । তিনি বলেন, "এখানে যারা স্থানীয় তৃণমূল নেতা আছেন । যারা রাতারাতি কোটিপতি হয়েছেন । স্করপিও গাড়ি চড়ছেন, হাতে গলায় মোটা মোটা সোনার চেন । এই ধরনের যারা নেতা আছেন যাদের মনে হচ্ছে ইডি-সিবিআই আসতে পারে । তাদের খোলা মঞ্চে আহ্বান জানাই । চুরিটা এখন থেকে বন্ধ করুন । আমার অনুপম হাজরা নামে ফেসবুকে একটা নম্বর দেওয়া আছে যোগাযোগ করুন । সামনাসামনি যদি বলতে লজ্জা লাগে বিজেপিতে যোগ দেব, কানে কানে বলুন আমরা দেখব তাদের কী করে কাজে লাগানো যায় ।"
তিনি আরও বলেন, "তবে বিজেপি একেবারে স্ট্যাম্প মারা চোর বা ডাকাতকে দলে নিতে সংকোচ করে ৷ তাই যারা একটু স্বচ্ছ । যারা আগে দস্যু রত্নাকর ছিলেন, তারা যদি ভাবেন সাধু হবেন তাদের জন্য বিজেপির রাস্তা খোলা আছে ।" এদিন প্রকাশ্য মঞ্চ থেকে এভাবেই তৃণমূল নেতাদের বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন অনুপম হাজরা । ইডি-সিবিআই থেকে বাঁচতে বিজেপিই যে রক্ষাকবচ, তা কার্যত বুঝিয়ে দিলেন তিনি । যা নিয়েই বিতর্ক তুঙ্গে ৷
Anupam Hazra: 'যে তৃণমূল নেতাদের ইডি-সিবিআই ডাকতে পারে তাঁরা যোগাযোগ করুন,' অবাক-আমন্ত্রণ অনুপমের
কোনও তদন্তকারী সংস্থা ডাকছে বলে মনে হচ্ছে ? তাহলে আমার ফেসবুকে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ৷ তৃণমূল নেতাদের উদ্দেশ্যে জনসভা থেকে একথাই বললেন বিজেপি নেতা অনুপম হাজরা ৷ তবে কি তিনি বলতে চাইছেন বিজেপিতে নাম লেখালেই ইডি-সিবিআইয়ের হাত থেকে বাঁচতে পারবে ? এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক ৷
জয়দেবের জনসভায় অনুপম হাজরা
Published : Sep 10, 2023, 10:36 PM IST