শান্তিনিকেতন, 5 সেপ্টেম্বর : ‘‘কবিগুরুর বিশ্বভারতী আজ 'নিঃস্ব-ভারতী'তে পরিণত হয়েছে ৷’’ শিক্ষক দিবসের দিনে সোশ্যাল মিডিয়ায় বিশ্বভারতীতে অধ্যাপক হিসেব কাটানো সময়ের স্মৃতিরোমন্থন করতে গিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য অনুপম হাজরা ৷ এক সময় তিনি বিশ্বভারতীর সমাজকর্ম বিভাগের সরহকারী অধ্যাপক ছিলেন ৷ গত 9 দিন ধরে বিশ্বভারতীতে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন চলছে ৷ যেখানে রোজ কোনও না কোনও নুতন ঘটনা ঘটে চলেছে ৷ সেই নিয়েই শিক্ষক দিবসের দিনে এই মন্তব্য করলেন এই বিজেপি নেতা ৷
বিশ্বভারতীর তিন পড়ুয়াকে তিন বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ ৷ পাশাপাশি, গত এক বছরে 12 জন অধ্যাপক-অধ্যাপিকাকে সাসপেন্ড করেছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ এই অভিযোগে গত 9 দিন ধরে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে মঞ্চ তৈরি করে চলছে পড়ুয়াদের একাংশের বিক্ষোভ ৷ কংগ্রেস, তৃণমূল-সহ বাম দলগুলি এই আন্দোলনকে সমর্থন করে প্রতিবাদেও নেমেছে ৷ এবার বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য অনুপম হাজরার ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে চর্চা ৷
আরও পড়ুন : Visva-Bharati University : শিক্ষক দিবসে উপাচার্যকে ফুলের তোড়া পাঠিয়ে শ্রদ্ধা আন্দোলনরত পড়ুয়াদের