বোলপুর, 8 সেপ্টেম্বর:"তৃণমূল মানেই চোর । কিন্তু, স্বয়ং দলনেত্রীর হেলিপ্যাড গ্রাউন্ড দখল করে নেওয়ায় অবাক হলাম ।" বোলপুরে মুখ্যমন্ত্রীর জন্য ব্যবহৃত হেলিপ্যাড দখল ও সেটিকে ভাগাড়ে পরিণত করার খবর ইটিভি ভারতে প্রকাশের পরেই সেই স্থান ঘুরে দেখে শুক্রবার শাসক দলকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন সাংসদ অনুপম হাজরা ৷ এদিন সকালে ওই এলাকাটি পরিদর্শনে যান বোলপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা ।
বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের পাশে একটি স্থায়ী হেলিপ্যাড বানানো হয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা সফরে এলেই তাঁর হেলিকপ্টার নামে এই হেলিপ্যাডে । কিন্তু, সম্প্রতি এই হেলিপ্যাডে গ্রাউন্ড চলে যেতে শুরু করেছে স্থানীয় ঠিকাদারদের দখলে । বহুতল নির্মাণের প্রস্তুতি নিতে হেলিপ্যাডের চতুর্দিকে ফেলা হচ্ছে নির্মাণ সামগ্রি বালি, পাথর । এমনকি, প্রশাসনের নজরদারির অভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিপ্যাডটি ভাগাড়ে পরিণত হয়েছে । বৃহস্পতিবার এই খবর ইটিভি ভারতে প্রকাশিত হয় । বিষয়টি নিয়ে যথেষ্ট আলোড়নও তৈরি হয়েছে ৷