বোলপুর, ১৪ মার্চ : কখনও গুড়-বাতাসা। কখনও চড়াম চড়াম ঢাক বাজানো। কিংবা উন্নয়নকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা। তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মুখ থেকে বিভিন্ন ভোটের মুখে এসব কথা শোনা গেছে। আর লোকসভা ভোটের আগে এবার ভোটারদের জল- নকুলদানা দেওয়ার কথা বললেন তিনি।
গরমে ভোট দিতে এসে বীরভূমের সব বুথে ভোটাররা পাবেন জল। সঙ্গে নকুলদানা। গরমে যাতে কেউ অসুস্থ না হয়ে পড়ে সেজন্যই এই ব্যবস্থা বলে তিনি জানালেন। ভোটের সময়গুলোতে বিগত কয়েকবছর ধরেই তিনি এসবের জন্য বেশ জনপ্রিয়।
বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মালকে নিয়ে আজ জনসভা করেন তিনি। এই আসনে গতবার জিতেছিলেন অনুপম হাজরা। জেতার পর সব ঠিক থাকলেও ধীরে ধীরে অনুব্রতর সঙ্গে সম্পর্ক খারাপ হয় অনুপমের। এমন কী অনুপমকে প্রার্থী করা হবে না এবং ওই আসনে অসিত মালকে টিকিট দেওয়া হবে বলেও আভাস দিয়েছিলেন অনুব্রত। পরে অনুপমকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়।
এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুর আসনে অসিত মালের নাম ঘোষণা করেন। তারপর থেকেই তাঁকে নিয়ে জোরকদমে শুরু হয়ে গেছে প্রচার। সঙ্গে প্রায়ই থাকছেন অনুব্রতও। সভা থেকে অনুব্রত নাম না করে অনুপমকে খোঁচা দিয়ে বলেন, "গতবার আমরা ভুল করেছিলাম। ভুল লোককে আসন দিয়েছিলাম। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার একজন কাজের মানুষকে এনেছি।"