বোলপুর, 27 জুন : গড়ে শুধু নয়, এবার অনুব্রতর ঘরেই ভাঙন । আজ BJP-তে যোগ দিলেন অনুব্রতর তুতো ভাই সুমিত মণ্ডল । তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন BJP-র বীরভূম জেলা সভাপতি রামকৃষ্ণ রায় । এছাড়াও, প্রায় 1000 কর্মী-সমর্থক তৃণমূল ও CPI(M) ছেড়ে BJP-তে যোগ দেন ।
ঘরেই ভাঙন, BJP-তে যোগ অনুব্রতর ভাইয়ের - Anubrata mondal
লোকসভা ভোটের পর থেকেই বীরভূমে তৃণমূল ছেড়ে BJP-তে নাম লিখিয়েছেন অনেকেই । যা চিন্তা বাড়িয়েছে অনুব্রত মণ্ডলের । এবার তাঁর চিন্তার কারণ হয়ে দাঁড়ালেন তাঁরই ভাই । আজ তিনি নাম লেখালেন BJP-তে ।
লোকসভা নির্বাচনে ফল ঘোষণার পর থেকেই বীরভূমে ভাঙন ধরেছে তৃণমূলে । তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিতে শুরু করেছেন অনেকেই । এরই মধ্যে অনুব্রতর চিন্তার কারণ হয়ে দাঁড়ালেন তাঁরই এক দুসম্পর্কের কাকার ছেলে সুমিত । আজ বোলপুরের রেল ময়দানে একটি সভা থেকে BJP-তে যোগ দেন সুমিত । তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন BJP-র বীরভূম জেলা সভাপতি রামকৃষ্ণ রায় ও সহসভাপতি দিলীপ ঘোষ । BJP-র তরফে জানানো হয়, বোলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় 1000 কর্মী-সমর্থক আজ তাদের দলে নাম লিখিয়েছেন ।
এবিষয়ে সুমিত মণ্ডল বলেন, "BJP-তে যোগ দেওয়া সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত । দাদা (অনুব্রত) একটি দলকে সমর্থন করে, আমি অন্যদলকে । এর মধ্যে পারিবারিক সম্পর্কে কোনও প্রভাব পড়বে না ।"