সিউড়ি, 31 মে : নিজের বাড়ি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে গিয়ে দাতাবাবার মাজারে চাদর চাপালেন বীরভূমের কেষ্ট দা (Anubrata Mondal visits Patharchapuri data baba mazar) ৷ নিরাপত্তী রক্ষীদের কাঁধে ভর করেই বাড়ি ফেরার 10 দিন পর জনসমক্ষে দেখা গেল অনুব্রত মণ্ডলকে ৷
গত 20 মে বাড়ি ফিরেছেন তিনি ৷ প্রায় দেড় মাস পরে সেদিন তিনি বোলপুরে নিজের বাড়িতে ফিরেছিলেন ৷ বীরভূমবাসী তাঁকে ঘরে ফিরতেই রাজকীয় সংবর্ধনা দিয়েছিলেন ৷ অনুব্রতকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা ৷ ঘটা করে প্রিয় কেষ্ট-দাকে সংবর্ধনা দিয়েছিলেন ৷ ফুলের পাপড়িতে ঢেকে গিয়েছিল অনুব্রত-র গাড়ি, সামনের রাস্তা ৷ সেদিনের পর আবার মঙ্গলবার তাঁকে বাইরে বেরোতে দেখা গেল ৷