পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anubrata Mondal : 10 দিন পর জনসমক্ষে! মাজারে চাদর চড়ালেন অনুব্রত

বোলপুরে ফেরার 10 দিন পর জনসমক্ষে দেখা গেল তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ৷ বোলপুরের বাড়ি থেকে প্রায় 47 কিলোমিটার দূরে দাতাবাবার মাজারে চাদর চড়ালেন তিনি (Anubrata Mondal visits Patharchapuri data baba mazar) ৷ মেয়ে ও নিজের সুস্থতার কামনা করে চাদর চড়ালন বলে জানান অনুব্রত ৷

By

Published : May 31, 2022, 10:34 PM IST

Patharchapuri data baba mazar
তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল

সিউড়ি, 31 মে : নিজের বাড়ি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে গিয়ে দাতাবাবার মাজারে চাদর চাপালেন বীরভূমের কেষ্ট দা (Anubrata Mondal visits Patharchapuri data baba mazar) ৷ নিরাপত্তী রক্ষীদের কাঁধে ভর করেই বাড়ি ফেরার 10 দিন পর জনসমক্ষে দেখা গেল অনুব্রত মণ্ডলকে ৷

গত 20 মে বাড়ি ফিরেছেন তিনি ৷ প্রায় দেড় মাস পরে সেদিন তিনি বোলপুরে নিজের বাড়িতে ফিরেছিলেন ৷ বীরভূমবাসী তাঁকে ঘরে ফিরতেই রাজকীয় সংবর্ধনা দিয়েছিলেন ৷ অনুব্রতকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা ৷ ঘটা করে প্রিয় কেষ্ট-দাকে সংবর্ধনা দিয়েছিলেন ৷ ফুলের পাপড়িতে ঢেকে গিয়েছিল অনুব্রত-র গাড়ি, সামনের রাস্তা ৷ সেদিনের পর আবার মঙ্গলবার তাঁকে বাইরে বেরোতে দেখা গেল ৷

আরও পড়ুন :মুখর দিলীপকে মৌন হতে নির্দেশ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের

প্রসঙ্গত, অসুস্থতার কারণে সিবিআই দফতরে হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি ৷ বাড়িতেই ছিলেন এতদিন। 20 মে কলকাতা থেকে বোলপুরে নিজের বাড়িতে এসেছেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তারপর থেকে তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি ৷ একবারই দলীয় কার্যালয়ে জেলা কমিটির বৈঠকে এসেছিলেন তিনি, তাও আবার গোপনে ৷ তারপর এদিন হঠাৎ সিউড়িতে দাতাবাবার মাজারে তাঁকে দেখা গেল। চাদর চড়ালেন তিনি। সেখান থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "শরীর তেমন ভাল নেই ৷ মেয়ে ও নিজের সুস্থতা কামনা করে চাদর চাপালাম। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যও চাপালাম।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details