আসানসোল, 27 ডিসেম্বর: বীরভূমের দুবরাজপুর আদালত (Dubrajpur Court) থেকে শিবঠাকুর মণ্ডলকে মারধর করার ঘটনায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) । তাঁকে পুনরায় আসানসোল সংশোধনাগারেই নিয়ে আসা হল । আগামী 5 জানুয়ারি আসানসোল সিবিআই আদালতে (Asansol CBI Court) তাঁর শুনানি আছে । পাশাপাশি ইডি (ED) হেফাজতে অনুব্রতকে নিয়ে যাওয়া নিয়েও উচ্চ আদালতে শুনানি আছে । সব মিলিয়ে কী হবে গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) অনুব্রত মণ্ডলের ভবিষ্যত, তা অজানা । তবে বছরের শেষদিনগুলি এবং নতুন বছরের প্রথম কয়েকদিন যে তাঁর জেলেই কাটাতে, সেটা স্পষ্ট ৷
গরু পাচার মামলায় জেল হেফাজতেই ছিলেন অনুব্রত মণ্ডল । অন্যদিকে তাঁকে দিল্লি নিয়ে যেতে তৎপর ইডি । এরই মাঝে নাটকীয় মোড় । গত 20 ডিসেম্বর সকাল সকাল দুবরাজপুর আদালতের উদ্দেশে অনুব্রতকে নিয়ে রওনা দেয় বীরভূম (Birbhum) পুলিশ । জানা যায়, জনৈক তৃণমূল কর্মী শিবঠাকুর মণ্ডল 2021 সালের একটি মারধরের ঘটনায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ।
এই ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যায় । অভিযোগ, অনুব্রত মণ্ডলের দিল্লি যাওয়া আটকাতেই এমন ফন্দি নাকি করা হয়েছে । অন্যদিকে দুবরাজপুর আদালত অনুব্রত মণ্ডলকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয় । ফলে মনে করা হচ্ছিল ওই মামলায় অনুব্রতর এখন নিজের গড়েই স্থায়ী ঠিকানা গড়ে উঠবে ।
গত 22 ডিসেম্বর আসানসোল সিবিআই কোর্টে তাঁর গরু পাচার মামলার শুনানি ছিল । কিন্তু দুবরাজপুর পুলিশের হেফাজতে থাকায় অনুব্রত মণ্ডলকে সশরীরে হাজির করানো যায়নি সেদিন । পাশাপাশি সেদিন সিবিআই বিচারক উপস্থিত ছিলেন না । ছিলেন না অনুব্রত মণ্ডলের পক্ষে কোনও আইনজীবী । স্বভাবতই শুনানি হয়নি সেদিন ।