পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Banner Controversy জেলে একাকী, ছাত্র সমাবেশের ব্যানারে মমতার পাশেই অনুব্রত - মমতা অনুব্রত একই ব্যানারে

জেলে থেকেও ব্যানারে ঠাঁই অনুব্রতর । দিদির প্রিয় কেষ্টর ডানা ছাঁটা গিয়েছে । অন্যদিকে, এখনও অনুব্রতর ছবি রয়ে গিয়েছে ব্যানারে ৷ এই দুই রসায়ন নিয়ে দলের অন্দরেই জল্পনা তুঙ্গে (Anubrata Mondal Picture with Mamata Banerjee in the Banner) ৷

Banner Controversy
জেলে থেকেও ব্যানারে ঠাঁই অনুব্রতর

By

Published : Aug 29, 2022, 9:07 AM IST

রামপুরহাট, 29 অগস্ট: জেলে থেকেও বীরভূমে ছাত্র সমাবেশের ব্যানারে নেত্রীর পাশে অনুব্রতই ৷ আজ অর্থাৎ 29 অগস্ট কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ । রামপুরহাট স্টেশনে দেখা মিলল অনুব্রতর ছবি দেওয়া ব্যানারের । যদিও, সদ্য কৌশিকী অমাবস্যায় স্বাগত ব্যানার থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কেষ্টর ছবি (Anubrata Mondal Picture with Mamata in the Banner) ৷

গরুপাচার মামলায় জেল হেফাজতে রয়েছেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । ইতিমধ্যেই তাঁকে পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম, কেতুগ্রাম, মঙ্গলকোট বিধানসভার সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এমনকী, কৌশিকী অমাবস্যায় তারাপীঠে স্বাগত ব্যানার থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতার ছবি ।

জেলে থেকেও ব্যানারে ঠাঁই অনুব্রতর

আরও পড়ুন:অনুব্রতহীন বীরভূমে সেপ্টেম্বরেই সফরের সম্ভাবনা মুখ্যমন্ত্রীর

28 অগস্ট ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ৷ তাই 29 অগস্ট কলকাতায় গান্ধি মূর্তির পাদদেশে ছাত্র সমাবেশের ডাক দেওয়া হয়েছে । যেখানে প্রধান বক্তা হিসেবে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেই জন্য রামপুরহাট স্টেশনে শিবির করা হয়েছে । সেই শিবিরে তৃণমূল সুপ্রিমোর পাশেই রয়েছে অনুব্রত মণ্ডলের ছবি । একদিকে গরুপাচার মামলায় নাম জড়ানোর পর তাঁকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে দলের তৃণমূল স্তরে, সেখানে মমতার পাশেই তাঁর ছবিতে নতুন সমীকরণ নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে ।

ABOUT THE AUTHOR

...view details