রামপুরহাট, 29 অগস্ট: জেলে থেকেও বীরভূমে ছাত্র সমাবেশের ব্যানারে নেত্রীর পাশে অনুব্রতই ৷ আজ অর্থাৎ 29 অগস্ট কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ । রামপুরহাট স্টেশনে দেখা মিলল অনুব্রতর ছবি দেওয়া ব্যানারের । যদিও, সদ্য কৌশিকী অমাবস্যায় স্বাগত ব্যানার থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কেষ্টর ছবি (Anubrata Mondal Picture with Mamata in the Banner) ৷
গরুপাচার মামলায় জেল হেফাজতে রয়েছেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । ইতিমধ্যেই তাঁকে পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম, কেতুগ্রাম, মঙ্গলকোট বিধানসভার সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এমনকী, কৌশিকী অমাবস্যায় তারাপীঠে স্বাগত ব্যানার থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতার ছবি ।