নানুর, 29 সেপ্টেম্বর: এ বার দলীয় কার্যালয় থেকে মুছে ফেলা হল এক সময়ের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ছবি ৷ নানুরের হোসেনপুরে দলীয় কার্যালয়ে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, আর অন্যদিকে ছিল বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ছবি ৷ মমতার ছবি অক্ষত রয়েছে, কিন্তু মুছে ফেলা হল অনুব্রতর ছবি ৷
যদিও, নানুর ব্লক তৃণমূল-কংগ্রেস সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, "বিষয়টি জানা নেই আমার । তবে দুর্গাপুজোর আগে প্রতি বছরই তো দলীয় কার্যালয় রং হয় । সেই জন্যই হয়তো মুছে দেওয়া হয়েছে । আবার করা হবে হয়তো ।"
গরু পাচার ও মানি লন্ডারিংয়ের মামলায় গ্রেফতার হয়ে তিহাড় জেলে বন্দি অনুব্রত মণ্ডল । কিন্তু, দলনেত্রীর প্রিয় 'কেষ্ট' এখনও দলের সব পদেই বহাল রয়েছেন । এখনও তিনিই তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি । এছাড়াও, রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদ ও রাজ্য স্বনির্ভর যোজনা পর্ষদের সভাপতি পদেও বহাল রয়েছেন একদা দোর্দণ্ডপ্রতাপ অনুব্রত । এখনও, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায় কেষ্টর নাম ৷