পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anubrata Mondal Health Update: ছ'মাসে জেলে বসে 19 কেজি ওজন কমালেন অনুব্রত - Anubrata Mondal

আসানসোল জেলা হাসপাতালে সোমবার স্বাস্থ্যপরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতার ওজন বর্তমান ওজন 91 কেজি। গত ছ'মাসে 19 কেজি ওজন কমেছে বীরভূমের প্রাক্তন জেলা সভাধিপতির (Anubrata Mondal lost 19 kgs in last six months in jail) ৷

Etv Bharat
আসানসোল জেলা হাসপাতালে অনুব্রত

By

Published : Feb 20, 2023, 4:15 PM IST

Updated : Feb 20, 2023, 4:57 PM IST

আসানসোল জেলা হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা অনুব্রতর

আসানসোল, 20 ফেব্রুয়ারি: গরুপাচার মামলায় গত বছর অগস্ট থেকে আসানসোল সংশোধনাগারে রয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। 25 অগস্ট তাঁকে যখন প্রথম স্বাস্থ্যপরীক্ষা করাতে নিয়ে আসা হয়, তাঁর ওজন ছিল 109.9 কেজি। সোমবার পুনরায় অনুব্রত মন্ডলের স্বাস্থ্যপরীক্ষা করা হয় ৷ এদিন স্বাস্থ্যপরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতার ওজন বর্তমান ওজন 91 কেজি। অর্থ্যাৎ, হাজতবাসে গত কয়েকমাসে 19 কেজি ওজন কমেছে বীরভূমের প্রাক্তন জেলা সভাধিপতির (Anubrata Mondal lost 19 kgs in last six months in jail) ৷ চিকিৎসকরা জানাচ্ছেন, বর্তমান অনুব্রতর উচ্চতা এবং বয়স অনুযায়ী ঠিকঠাক রয়েছে দেহের ওজন।

রবিবার রাতেই জেল কর্তৃপক্ষকে অনুব্রত জানিয়েছিলেন, তাঁর শরীর ভালো নেই ৷ সে কারণে এদিন তাঁকে স্বাস্থ্যপরীক্ষার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয় অনুব্রত মণ্ডলকে। সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ অনুব্রত মন্ডলকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। গাড়ি থেকে নেমে ইটিভি ভারতের প্রতিনিধিকে তিনি বলেন, "শরীর ভালো নেই।" এরপর আসানসোল জেলা হাসপাতালের ইমারজেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে। হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার উত্তম কুমার রায়ের নেতৃত্বে একটি চিকিৎসক দল অনুব্রতর স্বাস্থ্যপরীক্ষা করেন। চিকিৎসকদের দলে ছিলেন শুভজিৎ দত্ত, স্মরণ হেমব্রম, জয়ন্ত গঙ্গোপাধ্যায় এবং উত্তম কুমার রায়।

স্বাস্থ্যপরীক্ষার পর আসানসোল জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার উত্তম কুমার রায় জানান, "চিকিৎসকরা ওনাকে পরীক্ষা করে দেখেছেন। এই মুহুর্তে কোনও মেডিক্যাল ইমারজেন্সি নেই। তাঁর যে ওষুধগুলি রোজ খেতে হয়, সেগুলিই তাকে চালিয়ে যেতে বলা হয়েছে।" বর্তমানে অনুব্রত মণ্ডলের শরীরে রক্তচাপ 130/80, পালস 86, র‍্যান্ডম সুগারের মাত্রা 111, শরীরে অক্সিজেনের মাত্রা 99 শতাংশ। এরপর ওজনের কথা জানতে চাওয়া হলে সংশ্লিষ্ট চিকিৎসক জানান, বর্তমানে অনুব্রত মণ্ডলের ওজন 91 কেজি।

আরও পড়ুন:নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হেফাজতে কুন্তল-তাপস-নীলাদ্রি

গত অগস্টে জেল হেফাজতের পর 25 অগস্ট আসানসোল জেলা হাসপাতালে রুটিন স্বাস্থ্যপরীক্ষা চলাকালীন অনুব্রত মণ্ডলের ওজন ছিল 109.9 কেজি। এরপর 20 নভেম্বর বুকে ব্যথা অনুভব করায় পুনরায় অনুব্রতকে স্বাস্থ্যপরীক্ষা করাতে নিয়ে আসা হয়েছিল। তখন তাঁর ওজন ছিল 100 কেজি।
সোমবার তৃতীয়বারের জন্য তাঁর স্বাস্থ্যপরীক্ষা অনুব্রতর ওজন ছিল 91 কেজি। অর্থাৎ, আসানসোল জেলা হাসপাতালের রেকর্ড অনুযায়ী গত 25 অগস্ট থেকে অনুব্রত মণ্ডলের 19 কেজি ওজন কমেছে। যদিও চিকিৎসকরা জানাচ্ছেন, এটাই স্বাভাবিক ওজন। আগে অনেক স্থূলকায় ছিলেন কেষ্ট ৷ জেলে তেমন ওয়ার্কআউট করার জায়গা না-থাকায় জানা গিয়েছে সামান্য হাঁটাহাঁটি করেন অনুব্রত। আসানসোল জেল সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের জন্য বিশেষ কোনও ব্যবস্থা নেওয়া হয় না। অন্যান্য কয়েদিদের জন্য যা দেওয়া হয়, অনুব্রতরও বরাদ্দ তাই।

Last Updated : Feb 20, 2023, 4:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details