দুবরাজপুর, 20 ডিসেম্বর: কড়া পুলিশে নিরাপত্তায় আদালতের নির্দেশে অনুব্রত মণ্ডলের স্বাস্থ্যপরীক্ষা করাল পুলিশ (Anubrata Mondal Health Check-Up in Car) ৷ দুবরাজপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (Dubrajpur Health Centre) গাড়িতে বসিয়েই তাঁর স্বাস্থ্যপরীক্ষা করানো হয় ৷ অভিযোগকারী শিবঠাকুর মণ্ডল জানিয়েছেন, সোমবার রাতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি ৷ তাঁর গলা টিপে ধরেছিলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি ৷ তিনি অনুব্রত মণ্ডলের শাস্তি চান ৷
অভিযোগকারী শিবঠাকুর মণ্ডলের কাছ থেকে জানা গিয়েছে, 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল ছেড়ে দিতে চেয়েছিলেন বালিঝুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন এই তৃণমূল প্রধান ৷ সেই সময় দুবরাজপুরের তৃণমূল কার্যালয়ে তাঁকে ডেকে পাঠিয়ে দল ছাড়ার কারণ জানতে চেয়েছিলেন অনুব্রত মণ্ডল ৷ এই নিয়ে বচসা হয় দু’জনের মধ্যে ৷ অভিযোগ, বচসা চলাকালীন শিবঠাকুরের গলা টিপে ধরেছিলেন অনুব্রত ৷ তবে, এই অভিযোগ তিনি নিজের ইচ্ছায় করেছেন বলে দাবি শিবঠাকুরের ৷ তাঁকে কেউ জোর করেনি বা কারও নির্দেশে এই অভিযোগ দায়ের করেননি শিবঠাকুর ৷