বোলপুর, 27 মে : লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল না হওয়ায় এবার বিক্ষুদ্ধ তৃণমূল নেতাদের দলে টানতে শুরু করলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । আজ নানুরের বহিষ্কৃত তৃণমূল নেতা কাজল শেখের সঙ্গে নিজের বাড়িতে দীর্ঘক্ষণ বৈঠক করেন অনুব্রতবাবু । জানা গেছে, নানুরের এই বিক্ষুব্ধ নেতাকে ফের দলে পদ দিতে চলেছেন তিনি।
'প্রতিপক্ষ' কাজলকে দলে ফেরালেন অনুব্রত, নির্বাচনের ফলের প্রভাব ? - bjp
নানুরের বহিষ্কৃত তৃণমূল নেতা কাজল শেখের সঙ্গে নিজের বাড়িতে দীর্ঘক্ষণ বৈঠক করেন অনুব্রত মণ্ডল । রাজনৈতিক মহলে জল্পনা, নির্বাচনের ফলের প্রভাবেই কি বহিষ্কৃত তৃণমূল নেতা কাজল শেখকে দলে টানতে শুরু করলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি ?
একদা নানুরের দোর্দণ্ডপ্রতাপ নেতা হিসেবে পরিচিত এই কাজল শেখ । এক সময়ে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে এই কাজল শেখের বিরোধ চরমে ওঠে । ।গত বিধানসভা নির্বাচনে নানুর বিধানসভায় CPI(M) প্রার্থীকে জয়ী করার পিছনে এই কাজল শেখের হাত রয়েছে বলেই অনুমান করে জেলা নেতৃত্ব। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বীরভূমের দুটি আসনেই জিতেছে তৃণমূল । অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর দায়িত্বে থাকা জেলাগুলিতে ভালো ফল করেনি তৃণমূল । অনুব্রত মণ্ডল তার ব্যতিক্রম । বোলপুর পৌরসভা এলাকায় তৃণমূলকে পিছনে ফেলেছে BJP । ১৫টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। একসময় অনুব্রত মণ্ডল ও কাজল শেখের গোষ্ঠীর লোকজনের মধ্যে বোমাবাজি সংঘর্ষে একাধিকবার উত্তপ্ত হয়েছে নানুর। সেই কারণে দল থেকে কাজল শেখকে বহিষ্কারও করা হয়েছিল । কিন্তু এবার লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল না হওয়ায় ফের বহিষ্কৃত নেতাদের ফেরাতে উদ্যোগ নিলেন তৃণমূল জেলা সভাপতি । আজ অনুব্রত বাবুর বাড়িতে দীর্ঘক্ষণ বৈঠক করেন কাজল শেখ ও তাঁর দাদা কেতুগ্রামের বিধায়ক শাহনওয়াজ় শেখ ।
বৈঠক শেষে কাজল শেখ বলেন, "দলেই ছিলাম, দলেই আছি, আগামীদিনে দলেই থাকব । তৃণমূলের হয়ে কাজ করতে চাই । সংগঠন আরও বাড়াতে হবে । সাম্প্রদায়িক উস্কানি বন্ধ করে তৃণমূলের সংগঠন বাড়ানোর কাজে এবার নেমে পড়ার দায়িত্ব দিলেন দাদা ।"