পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Biplab Ojha: শুভেন্দুর সভার আগে দল ছাড়লেন অনুব্রতর ডেপুটি বিপ্লব

অনুব্রত মণ্ডল এখন জেল হেফাজতে ৷ তাঁর অনুপস্থিতিতে বীরভূমের সহ-সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন বিপ্লব ওঝা (Biplab Ojha resigns from Birbum TMC District Vice President) ৷

Birbum TMC District Vice President
ETV Bharat

By

Published : Dec 27, 2022, 1:08 PM IST

Updated : Dec 27, 2022, 2:03 PM IST

তৃণমূল কংগ্রেস ছাড়া নিয়ে সাংবাদিকদের কী বললেন বিপ্লব ওঝা

নলহাটি, 27 ডিসেম্বর: দল ছাড়লেন বীরভূম তৃণমূলের জেলা সহ-সভাপতি বিপ্লব ওঝা ৷ সেই সঙ্গে তৃণমূলের টিকিটে জেতা বীরভূমের জেলা পরিষদের সদস্য পদও ছেড়ে দিয়েছিন তিনি ৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে দলত্যাগের কথা ঘোষণা করেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বিপ্লব ওঝা (Anubrata Mondal close aide resigns) ৷

সাংবাদিক সম্মেলনে তাঁর গলায় আক্ষেপ, "অত্যন্ত দুঃখের হলেও সিদ্ধান্তটা নিতে বাধ্য হচ্ছি ৷ 2009 সাল থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম ৷ আজ সাংবাদিক সম্মেলন করে এলাকার মানুষ ও আমার অনুগামীদের জানাচ্ছি, তৃণমূল কংগ্রেসের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করছি আমি ৷" কারণ হিসেবে তিনি জানান, 2009 সালে তৃণমূল কংগ্রেসে যোগদান কালে নলহাটি পৌরসভার চেয়ারম্যান ছিলেন ৷ সেই সময় কংগ্রেসের পুরো বোর্ড নিয়ে ঘাসফুলে এসেছিলেন বিপ্লব ওঝা ৷ পঞ্চায়েত নির্বাচনেও তিনি সমিতিগুলি দখলের চেষ্টা করেন ৷

আরও পড়ুন: 7 দিন হেফাজতের মেয়াদ শেষ, দুবরাজপুর আদালতে পেশ করা হল অনুব্রতকে

তিনি বলেন, "তৃণমূল কংগ্রেসে যখন যোগ দিয়েছিলাম, তখন তারা আমায় সম্মান দিয়েছিল ৷ 2013 সালে উপনির্বাচনে আমাকে প্রার্থী করা হয়েছিল ৷ কংগ্রেস-তৃণমূল-সিপিএম ত্রিমুখী লড়াইয়ে আমি পরাজিত হয়েছিলাম ৷ পরে তৃণমূল কংগ্রেসের জেলার সহ-সভাপতি হয়েছি, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব সামলেছি ৷ এখন বীরভূম জেলা পরিষদের সদস্য ৷" অনুব্রত-ঘনিষ্ঠ বিপ্লব ওঝার অভিযোগ, "বিগত একবছর থেকে তৃণমূলের কাছে আমার কোনও মূল্য নেই ৷ দলীয় কর্মসূচি, মিটিং, মিছিল, কোনও সভায় আমাকে ডাকা হয় না ৷"

আর তাই তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক চোকালেন বিপ্লব ৷ দলের প্রাথমিক সদস্য পদেও ইস্তফা দিয়েছেন ৷ শীর্ষ নেতৃত্বের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠানো প্রসঙ্গে বলেন, "আমার স্টেটাস কী আমি জানি না ৷ তাই পাঠাইনি ৷" অভিমান ঝরে পড়ে তাঁর গলায়, "মায়ের কাছে ছেলের বিরুদ্ধে অভিযোগ করলে কি সুবিচার পাওয়া যায় ?" আজ শুভেন্দু অধিকারী সভা করতে আসছেন নলহাটিতে ৷ সেখানে যাবেন বিপ্লব ওঝা ৷ তাহলে কি গেরুয়া শিবিরে যাচ্ছেন তিনি ? এ প্রসঙ্গে সরাসরি কিছু বলতে নারাজ বিপ্লব বলেন, "সময় সময়ের কথা বলবে ৷"

Last Updated : Dec 27, 2022, 2:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details