পাইকর, 29 ডিসেম্বর : জাতীয় জনসংখ্যা পঞ্জি (NPR)-র জন্য সমীক্ষা করতে লোকজন এলে ঝাঁটার বাড়ি মেরে বাড়ি থেকে বের করে দেওয়ার নিদান দিলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল ৷ আজ জাতীয় নাগরিক পঞ্জি (NRC) ও নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) ইশুতে মুরারইয়ের 1 ব্লকের পাইকরে একথা বলেন অনুব্রত ৷
NPR-এর জন্য সার্ভে করতে এলে ঝাঁটার বাড়ি দিয়ে বের করে দিন : অনুব্রত - NPR-এর জন্য সার্ভে করতে এলে ঝাঁটার বাড়ি দিয়ে বের করে দিন
আজ মুরারইয়ের পাইকরের সভামঞ্চ থেকে অনুব্রত মণ্ডলের চ্যালেঞ্জ, "আমাদের শরীরে যতদিন রক্ত থাকবে আমরা পশ্চিমবঙ্গে NRC এবং CAA করতে দেব না ৷ হিন্দু ও মুসলিম পশ্চিমবঙ্গে একসঙ্গে থাকবে ৷ চ্যালেঞ্জ করলাম পারলে করে দেখাও ৷"
অনুব্রত বলেন, "আমাদের শরীরে যতদিন রক্ত থাকবে আমরা পশ্চিমবঙ্গে NRC এবং CAA করতে দেব না ৷ হিন্দু, মুসলিম পশ্চিমবঙ্গে একসঙ্গে থাকবে ৷ চ্যালেঞ্জ করলাম পারলে করে দেখাও ৷" তিনি আরও বলেন, " সার্ভের নাম করে, জিজ্ঞেস করবে ক'টা গরু? ক'টা ছাগল? তারপর জিজ্ঞেস করবে ক'টা মানুষ? কখন এসেছেন? কত সালে এসেছেন? '71 সালের দলিল দেখান ৷ তখনই ঝাঁটার বাড়ি মেরে বের করে দেবেন বাড়ি থেকে ৷ চিন্তা নেই মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আপনাদের পাশে ৷ ভয় পাবেন না ৷ আপনারা ভারতের মানুষ, আপনারা পশ্চিম বাংলার মানুষ ৷ আপনাদের তাড়ানোর অধিকার কারও নেই ৷ "
ঝাড়খণ্ডের 11তম মুখ্যমন্ত্রী হিসাবে আজ শপথগ্রহণ করেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন ৷ তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ এ প্রসঙ্গে অনুব্রত বলেন, " BJP দলটা ভারতের পক্ষে ভয়ঙ্কর ক্ষতিকর ৷ তারা মানুষকে ভালোবাসে না ৷ ভারতবর্ষকে ভালোবাসে না ৷ দু'টো মাথামোটা ৷ একটা মাথামোটা অমিত শাহ ৷ আরেকটা মাথামোটা মোদি ৷ এই দু'টো মাথামোটা ভারতবর্ষকে শেষ করে দিল ৷ একটা বদমাস দলকে তাড়িয়ে আজ শিবু সোরেনের ছেলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হল ৷ "