পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোলবদলে অশিস বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী ঘোষণা করলেন অনুব্রত - candidate of rampurhat

গতকাল আয়াশ পঞ্চায়েতের 40 নম্বর বুথ সভাপতি মাধব মণ্ডল জানান ওই বুতে তৃণমূল কম ভোট পেয়েছে । কম ভোট পাওয়ার জন্য রাজ্যের কৃষি মন্ত্রী তথা রামপুরহাট এর বিধায়ক আশিস বন্দ্যোপাধ্য়ায়কে অপদার্থ বলে ক্ষোভ প্রকাশ করেন বীরভূম জেলা সভাপতি । এলাকার অনুন্নয়নের অভিযোগ আসায় মেজাজ হারান অনুব্রত মণ্ডল ।

ANUBRATA MONDAL
ANUBRATA MONDAL

By

Published : Oct 10, 2020, 6:24 PM IST

রামপুরহাট , 10 অক্টোবর : কিষাণ মাণ্ডি বুথ সম্মেলনে আশিস বন্দ্যোপাধ্য়ায়কে রামপুরহাটের প্রার্থী ঘোষণা করলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । দলনেত্রীর পার্থী ঘোষণার আগেই অনুব্রত মণ্ডলের প্রার্থী ঘোষণা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই মনে করছেন ড্যামেজ কন্ট্রোল করার জন্যই এমন মন্তব্য করলেন অনুব্রত মণ্ডল । শুক্রবার রামপুরহাটের কিষাণ মাণ্ডি বুথকর্মী সম্মেলনে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল রাজ্যের কৃষিমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্য়ায়কে অপদার্থ বলে ভর্ৎসনা করেন । তারপর সমালোচনার মুখে পড়তে হয় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসকে ।

গতকাল আয়াশ পঞ্চায়েতের 40 নম্বর বুথ সভাপতি মাধব মণ্ডল জানান ওই বুতে তৃণমূল কম ভোট পেয়েছে । কম ভোট পাওয়ার জন্য রাজ্যের কৃষি মন্ত্রী তথা রামপুরহাট এর বিধায়ক আশিস বন্দ্যোপাধ্য়ায়কে অপদার্থ বলে ক্ষোভ প্রকাশ করেন বীরভূম জেলা সভাপতি । এলাকার অনুন্নয়নের অভিযোগ আসায় মেজাজ হারান অনুব্রত মণ্ডল ।

অনুব্রত মণ্ডলের ভোলবদল

এদিকে আজ খোশমেজাজে দেখা গেল অনুব্রত মণ্ডলকে । দখলবাজি পঞ্চায়েতের বুথ ভিত্তিক ভোটের ফলাফল পর্যালোচনা করতে গিয়ে 1 ভোট কর্মীকে অনুব্রত মণ্ডল বলেন " এবার দিদির ভোট আশিস বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন, ভালো লোক না ? কর্মীরা বলেন " হ্যাঁ, খুবই ভালো লোক।" এরপরই উঠছে প্রশ্ন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী ঘোষণার আগেই অনুব্রত মণ্ডল রামপুরহাটে বিধানসভায় আশিস বন্দ্যোপাধ্য়ায়কে প্রার্থী ঘোষণা করলেন । তাহলে কী শীর্ষ নেতৃত্ব সতর্ক করেছে অনুব্রত মণ্ডলকে । আর তাই কি তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন অনুব্রত মণ্ডল ?

ABOUT THE AUTHOR

...view details