আসানসোল, 10 জুন :বৃহস্পতিবার নিজাম প্যালেসে দীর্ঘ জেরার পর গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেনকে। শুক্রবার গরু পাচার মামলায় দেহরক্ষী সাইগল হোসেনকে 17 জুন পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হল (Anubrata mandals bodyguard saigal hossain in CBI custody) ৷
দুপুর পৌনে একটা নাগাদ সাইগল হোসেনকে আসানসোল সিবিআই আদালতে নিয়ে আসা হয়। কিন্তু আসানসোল কোর্টে আইনজীবীদের কর্মবিরতি থাকায় আসানসোল বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিচারককে আবেদন জানানো হয় ৷ শুক্রবার শুনানি না করার জন্য। জটিলতার সৃষ্টি হওয়ায় আটকে যায় শুনানি। প্রায় 2 ঘণ্টা ধরে আটকে থাকে শুনানি। এরপর সাইগল নিজে লিখিতভাবে বার অ্যাসোসিয়েশনকে অনুরোধ করেন বিশেষভাবে এই কেসের জন্য শুনানি করতে সহায়তা করার জন্য। এরপর বার অ্যাসোসিয়েশন আপত্তি তুলে নেওয়ার রেজুলেশন জমা দেয় কোর্টে। তারপর প্রায় 2 ঘণ্টা পর শুনানি শুরু হয়। শেষ পর্যন্ত দীর্ঘ শুনানির পর আগামী 17 জুন পর্যন্ত সাইগল হোসেনকে সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক রাজেশ চক্রবর্তী।