বীরভূম, 12 নভেম্বর : ভাষা ঠিক না করলে এরকমই হবে ৷ রাজ্য় BJP সভাপতি দিলীপ ঘোষের কনভয় লক্ষ্য় করে ইট ছোড়ার ঘটনায় এমনই মন্তব্য় করলেন তৃণমূলের বীরভূমের সভাপতি অনুব্রত মণ্ডল ৷ তিনি আরো বলে, কাকে কী বলতে হয় তা আগে শিখুক দিলীপ ঘোষ ৷ আজ মানুষ গাড়ি ভেঙেছে ৷ এরপর কুকুর-বিড়াল তাঁর গাড়ি ভাঙবে ৷ লাভপুরে দলীয় সভার শেষে সাংবাদিকদের সামনে এমনই বলেন বীরভূমের তৃণমূল সভাপতি ৷
"ভাষা ঠিক না করলে এমনই হবে", দিলীপের কনভয়ে হামলায় মন্তব্য় অনুব্রতর
পাশাপাশি তিনি অভিযোগ করেন বিহারের ভোটে জালিয়াতি হয়েছে ৷ তবে, পশ্চিমবঙ্গে এমনটা হবে না ৷ পাশাপাশি, পশ্চিমবঙ্গে আসাউদ্দিন ওয়াইসির AIMIM বিহারের ভোট কাটতে পারলেও, এরাজ্য়ে তা সম্ভব নয় বলে জানান অনুব্রত ৷
ভাষা না ঠিক করলে এমনটাই হবে, দিলীপ ঘোষের গাড়িতে হামলায় মন্তব্য় অনুব্রতর
পাশাপাশি তিনি অভিযোগ করেন বিহারের ভোটে জালিয়াতি হয়েছে ৷ তবে, পশ্চিমবঙ্গে এমনটা হবে না ৷ পাশাপাশি, পশ্চিমবঙ্গে আসাউদ্দিন ওয়াইসির AIMIM বিহারের ভোট কাটতে পারলেও, এরাজ্য়ে তা সম্ভব নয় বলে জানান অনুব্রত ৷ তাঁর দাবি, পশ্চিমবঙ্গে মুসলমানরা যথেষ্ট সচেতন ৷ তাই তাঁরা ওয়াইসির দলকে ভোট দিয়ে নিজেদের ক্ষতি করবে না ৷
মোটের উপর এরাজ্য়েও যে আসাউদ্দিন ওয়াইসির দলের প্রভাব কিছুটা হলেও তৃণমূল নেতৃত্বের মাথাব্য়থার কারণ হয়ে দাঁড়িয়েছে তা স্পষ্টই বোঝা যাচ্ছে ৷