পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anubrata Mandal: চিকিৎসার জন্য যেতে পারেন চেন্নাই, শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ অনুব্রতর - Anubrata Mandal likely to leave for Chennai for treatment

শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের চেয়ারম্যান মলয় পীঠকে এদিন তাঁর বাড়িতে ডেকে পাঠান অনুব্রত। উনিই বীরভূম জেলা তৃণমূলের সভাপতিকে চেন্নাইয়ে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেন (Anubrata Mandal likely to leave for Chennai for treatment) ৷

Anubrata Mandal
চিকিৎসার জন্য চেন্নাই যেতে পারেন অনুব্রত

By

Published : Aug 10, 2022, 4:25 PM IST

Updated : Aug 10, 2022, 7:15 PM IST

বোলপুর, 10 অগস্ট: শারীরিক অসুস্থতার কারণে সোমে গরু পাচার কাণ্ডে সিবিআই হাজিরা এড়িয়েছিলেন ৷ কলকাতায় গেলেও এসএসকেএম থেকে চিকিৎসা সেরে বীরভূমে ফিরে এসেছিলেন অনুব্রত মণ্ডল ৷ বুধেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি ৷ তবে শরীর নিয়ে সত্যিই উদ্বিগ্ন বীরভূমের বেতাজ বাদশা বুধবার দ্বারস্থ হয়েছিলেন শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের চেয়ারম্যান মলয় পীঠের। এদিন তাঁকে বাড়িতে ডেকে পাঠান অনুব্রত। ফিশচুলা অস্ত্রোপচারের পরামর্শ নেন মলয় পীঠের থেকে ৷ উনিই অনুব্রতকে চেন্নাইয়ে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিলেন ৷

যা নিয়ে রাজনৈতিক শুরু হয়েছে জোর চর্চা ৷ তাহলে কি সিবিআই হাজিরা এড়াতে চেন্নাইয়ে চিকিৎসার জন্য উড়ে যাবেন 'কেষ্ট' ৷ সম্ভাবনা কিন্তু তেমনই (Anubrata Mandal likely to leave for Chennai for treatment) ৷ এদিন অনুব্রতর সঙ্গে দেখা করে বেরিয়ে এসে মলয় পীঠ বলেন, "অনুব্রত মণ্ডলকে বেশকিছুটা বিষণ্ণ দেখাল ৷ বাড়িতেই বসে রয়েছেন ৷ অস্ত্রোপচারের বিষয়ে পরামর্শ চান উনি ৷ ওনার অস্ত্রোপচার করানোটা জরুরি। চেন্নাইয়ে গিয়ে অস্ত্রোপচার করানোই ভালো। এই পরামর্শই দিলাম ৷"

আরও পড়ুন: ফের হাজিরা এড়ালেন অনুব্রত, আরও সময় চাইলেন সিবিআই-এর কাছে

এ ব্যাপারে সিবিআই হাজিরা নিয়ে মলয় পীঠ আরও বলেন, "সিবিআই নোটিশের বিষয় আর অস্ত্রোপচারের বিষয় সম্পূর্ণ আলাদা ৷ তবে চিন্তা থেকে অসুস্থতা বাড়ে।" গত রবিবার চিকিৎসার জন্য এসএসকেএমে গেলেও বুধে অনুব্রত হাজিরা এড়ালেন বোলপুরের বাড়িতে থেকেই ৷ এর আগে গতকাল বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে দেখতে তাঁর বাড়ি গিয়েছিলেন বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। অনুব্রতর দাবিমতো তাঁকে সাদা কাগজে 14 দিনের বেড রেস্ট লিখে দেন তিনি ৷ হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মুর নির্দেশেই তিনি এমনটা করেছেন বলে জানান চন্দ্রনাথ। হাসপাতাল সুপারের সঙ্গে চিকিৎসকের কল রেকর্ডও ভাইরাল ইতিমধ্যে ৷

Last Updated : Aug 10, 2022, 7:15 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details