বোলপুর, 10 অগস্ট: শারীরিক অসুস্থতার কারণে সোমে গরু পাচার কাণ্ডে সিবিআই হাজিরা এড়িয়েছিলেন ৷ কলকাতায় গেলেও এসএসকেএম থেকে চিকিৎসা সেরে বীরভূমে ফিরে এসেছিলেন অনুব্রত মণ্ডল ৷ বুধেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি ৷ তবে শরীর নিয়ে সত্যিই উদ্বিগ্ন বীরভূমের বেতাজ বাদশা বুধবার দ্বারস্থ হয়েছিলেন শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের চেয়ারম্যান মলয় পীঠের। এদিন তাঁকে বাড়িতে ডেকে পাঠান অনুব্রত। ফিশচুলা অস্ত্রোপচারের পরামর্শ নেন মলয় পীঠের থেকে ৷ উনিই অনুব্রতকে চেন্নাইয়ে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিলেন ৷
যা নিয়ে রাজনৈতিক শুরু হয়েছে জোর চর্চা ৷ তাহলে কি সিবিআই হাজিরা এড়াতে চেন্নাইয়ে চিকিৎসার জন্য উড়ে যাবেন 'কেষ্ট' ৷ সম্ভাবনা কিন্তু তেমনই (Anubrata Mandal likely to leave for Chennai for treatment) ৷ এদিন অনুব্রতর সঙ্গে দেখা করে বেরিয়ে এসে মলয় পীঠ বলেন, "অনুব্রত মণ্ডলকে বেশকিছুটা বিষণ্ণ দেখাল ৷ বাড়িতেই বসে রয়েছেন ৷ অস্ত্রোপচারের বিষয়ে পরামর্শ চান উনি ৷ ওনার অস্ত্রোপচার করানোটা জরুরি। চেন্নাইয়ে গিয়ে অস্ত্রোপচার করানোই ভালো। এই পরামর্শই দিলাম ৷"