পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anubrata Mandal : দিদিকে অনুসরণ কেষ্টর, ফোনের ক্যামেরা ঢাকল সেলোটেপে - 21শে জুলাই শহিদ দিবস

বোলপুরের সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রামের নেতা-কর্মী 2019-এর লোকসভা নির্বাচনের পরে পরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন । বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর বীরভূম জেলায় একে একে সেই নেতা কর্মীরা তৃণমূলে ফিরছেন । সেই মতো আজ কয়েকশো বিজেপি নেতা-কর্মী বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে উপস্থিত হন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ।

অনুব্রত মণ্ডল
অনুব্রত মণ্ডল

By

Published : Jul 23, 2021, 6:49 PM IST

বোলপুর, 23 জুলাই : পেগাসাস রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই হাঁটলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ 21 জুলাই শহিদ দিবসের মঞ্চে নিজের ফোনের ক্যামেরায় সেলোটেপ দিতে দেখা গিয়েছিল তৃণমূল সুপ্রিমোকে ৷ পরে তার ব্যাখ্যাও দেন মমতা ৷ তাঁর কথায় পেগাসাস স্পাইওয়ারের হামলা রুখতে এটাই সবথেকে ভাল দাওয়াই ৷

এবার একই চিত্র দেখা গেল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ফোনেও ৷ বোলপুরের দলীয় কার্যালয়ে কয়েকজন বিজেপি সমর্থকের তৃণমূলে যোগদান অনুষ্ঠানে হাজির ছিলেন অনুব্রত ৷ সেখানেই দেখা যায়, তাঁর ফোন ক্যামেরায় সেলোটেপ জাড়ানো ৷

আজ বোলপুরের সিঙ্গি গ্রাম পঞ্চায়েত কয়েকশো বিজেপি কর্মী-সমর্থক অনুব্রত মণ্ডলের হাত ধরে তৃণমূলে যোগ দেন । বোলপুরের সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রামের নেতা-কর্মী 2019-এর লোকসভা নির্বাচনের পরে পরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন । বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর বীরভূম জেলায় একে একে সেই নেতা কর্মীরা তৃণমূলে ফিরছেন । সেই মতো আজ কয়েকশো বিজেপি নেতা-কর্মী বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে উপস্থিত হন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ।

আরও পড়ুন :Pegasus Spyware : ফোনের ক্যামেরায় সেলোটেপ দেওয়া কতটা কাজের ? কি বলছেন বিশেষজ্ঞরা

প্রসঙ্গত, পেগাসাস ইস্যুতে সরগরম দেশের রাজনীতি । 21 জুলাই শহিদ স্মরণ সভার মঞ্চ থেকে পেগাসাস ইস্যুতে সুর চড়াতে দেখা গিয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে । মঞ্চ থেকে নিজের ফোন দেখিয়েছিলেন তিনি। সেই ফোনের ক্যামেরা সেলোটেপ দিয়ে ঢাকা দেওয়া ছিল । এবার অনুব্রত মণ্ডলকেউ দেখা গেল একই পথ অনুসরণ করতে ৷

ABOUT THE AUTHOR

...view details