পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উচ্চমাধ্যমিকের আগেরদিন অনুব্রতর মাইক বাজিয়ে সভা ঘিরে বিতর্ক

আজ থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ তার আগেই গতকাল সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পুলিশের সামনেই মাইক বাজিয়ে প্রতিবাদ সভা করলেন অনুব্রত মণ্ডল ৷

a protest rally in Labhpur
মাইক বাজিয়ে চলছে সভা

By

Published : Mar 12, 2020, 9:43 AM IST

Updated : Mar 12, 2020, 9:49 AM IST

লাভপুর, ১2 মার্চ : আজ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ অভিযোগ, নিষেধাজ্ঞা না মেনে কাল লাভপুরে তীব্রস্বরে মাইক বাজিয়ে সভা করেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ সভাস্থানে উপস্থিত পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শকের ৷ উচ্চমাধ্যমিক পরীক্ষার একদিন আগে কীভাবে সভার অনুমতি মিলল, তা নিয়ে উঠছে প্রশ্ন ৷

২৯ ফেব্রুয়ারি মুর্শিদাবাদ থেকে উদ্ধার হয় লাভপুরের বাঘা গ্রামের বাসিন্দা এক তৃণমূল কর্মীর দেহ । অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ করা হয় BJP-র বিরুদ্ধে ৷ সেই মর্মেই কাল লাভপুরের বাঘা গ্রামে প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল । সরকারি নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরুর কমপক্ষে ৩ দিন আগে থেকে প্রকাশ্যে মাইক বাজিয়ে কোনও মিছিল, মিটিং, সভা করা যায় না ৷ অভিযোগ, নিষেধাজ্ঞা অমান্য করেই তারস্বরে মাইক বাজিয়ে সভা করতে দেখা গেল তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে । সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সহ সভাপতি অভিজিৎ সিংহ, বোলপুরে সাংসদ অসিত মাল প্রমুখ । সভার নিরাপত্তার দায়িত্বে ছিলেন SDPO (বোলপুর) অভিষেক রায় ও লাভপুর থানার IC পার্থসারথি মুখোপাধ্যায় । যদিও পুলিশের উপস্থিতিতে কীভাবে মাইক বাজিয়ে সভা করা হল, সেই বিষয়ে মুখ খুলতে চাননি তৃণমূল নেতৃত্ব বা পুলিশ ৷

সভায় বক্তব্য রাখছেন তৃণমূল নেতৃত্ব

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাইক বাজিয়ে বোলপুর থানায় ডেপুটেশন দিতে গিয়েছিল BJP কর্মীরা । সেই সময় BJP-র জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল পুলিশ । কালকের ঘটনায় BJP-র জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, ‘‘আমাদের সময়ে পুলিশ অভিযোগ করেছে ৷ এক্ষেত্রে তাহলে অনুমতি দিল কী করে? পুলিশ তৃণমূল নেতাদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করুক এবার ।’’

Last Updated : Mar 12, 2020, 9:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details