পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cattle Smuggling Case: গরুপাচার মামলায় ফের তৎপর সিবিআই, অনুব্রত-ঘনিষ্ঠ বিদ্যুৎবরণকে জিজ্ঞাসাবাদ

অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে সিবিআই ৷ অসুস্থতার কারণে তাঁকে বাড়িতেই জিজ্ঞসাবাদ করা হবে বলে জানা গিয়েছে ৷

Etv Bharat
অনুব্রতর সঙ্গে বিদ্যুৎবরণ

By

Published : Jun 8, 2023, 2:10 PM IST

গরুপাচার মামলায় বিদ্যুৎবরণের বাড়ি হানা সিবিআইয়ের

বোলপুর, 8 জুন: গরুপাচার মামলায় ফের তৎপর সিবিআই। বৃহস্পতিবার বোলপুরে এসে অনুব্রত মণ্ডল-ঘনিষ্ঠ ব্যবসায়ী বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে হানা দিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। পরে অস্থায়ী ক্যাম্প অফিসে অনুব্রত-কন্যা সুকন্যার গাড়িচালক তুফান মির্ধাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন অফিসাররা ৷ প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের সঙ্গে দুটি কোম্পানির যুগ্ম ডিরেক্টর এই বিদ্যুৎবরণ গায়েন । সুতরাং, তাঁকে জিজ্ঞসাবাদে মিলতে পারে অনেক অজানা তথ্য ৷ তাই তাঁর বাড়িতে সিবিআইয়ের এই হঠাৎ হানা বলে মনে করা হচ্ছে ৷

গরুপাচার মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন, মেয়ে সুকন্যা মণ্ডল ও হিসাবরক্ষক মণীশ কোঠারী । প্রত্যেকেরই জামিনের আবেদন নাকচ করে দিয়েছে আদালত । এছাড়া গরুপাচারের টাকার উৎস নিয়ে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । তবে বেশ কিছুদিন চুপ থাকার পর এই হঠাৎ হানায় মনে করা হচ্ছে গরুপাচার মামলা নিয়ে ফের তৎপর হয়েছে সিবিআই ।

এদিন শান্তিনিকেতনের রতনকুঠি গেস্ট হাউসের অস্থায়ী ক্যাম্প অফিসে আসেন কেন্দ্রীয় গোয়েন্দারা । সেখান থেকে অনুব্রত-ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের বোলপুরের বাড়িতে হানা দেন তাঁরা ৷ প্রায় এক ঘণ্টা বাড়িতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে ৷

উল্লেখ্য, এএনএম এগ্রোনমি ফুড অ্যান্ড প্রাইভেট লিমিটেড ও মা কালী ট্রেডার্স নামে দুটি কোম্পানির যুগ্ম ডিরেক্টর অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল ও বিদ্যুৎবরণ গায়েন ৷ এই দু'জনের নামে বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টও রয়েছে ৷ তাতে কোটি কোটি টাকা লেনদেনের নথি আগেই হাতে পেয়েছে সিবিআই । কিন্তু, অসুস্থতার কারণে বিদ্যুৎবরণ গায়েনকে সেভাবে কখনও জিজ্ঞাসাবাদ করতে পারেনি তদন্তকারীরা ।

অন্যদিকে, সুকন্যা মণ্ডলের গাড়ি চালক তুফান মির্ধাকে অস্থায়ী ক্যাম্প অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ বোলপুরের বেশ কয়েকজন ব্যাঙ্ক আধিকারিককেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷

আরও পড়ুন : গ্রেফতারি থেকে জেলযাত্রা, অনুব্রতর কীর্তির কথা এবার তুলে ধরল 'উইকিপিডিয়া'

ABOUT THE AUTHOR

...view details