বোলপুর, 14 জুন: মানুষকে অর্থের প্রলোভন দেখিয়ে যদি ভোট করা হয়, তাহলে খেলা হবে ৷ জেলা পরিষদের আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর অনুব্রত মণ্ডলের বুলি শোনা গেল তাঁর যুযুধান নেতা কাজল শেখের মুখে ৷ এই প্রথম নির্বাচনী লড়াইয়ে নামলেন নানুরের এই তৃণমূল নেতা ৷
একদা বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত ছিলেন নানুরের এই তৃণমূল নেতা কাজল শেখ ৷ প্রায় সময় এই দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠতে দেখা গিয়েছে নানুর ৷ বর্তমানে গরু পাচার মামলায় তিহাড় জেলে বন্দি কেষ্ট ৷ অনুব্রত বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত কাজল শেখকে এ বার পঞ্চায়েত নির্বাচনে লড়ার টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ বুধবার বোলপুর মহকুমা শাসকের দফতরে এসে তৃণমূলের প্রতীক চিহ্নে মনোনয়নপত্র দাখিল করেন কাজল শেখ ৷
সদ্য নানুর বিধানসভার সিঙ্গি গ্রামে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয়ে হামলার অভিযোগ উঠেছে এই কাজল শেখ গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে । সেই কাজল শেখ এই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামলেন । এ দিন মনোনয়ন পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "অনুব্রত মণ্ডল আমার রাজনৈতিক গুরু । এখনও বীরভূমে যে সংগঠন, তার ভিত তৈরি করে গিয়েছেন অনুব্রত ও তাঁর টিম । আমি সেই টিম অনুব্রতর সদস্য ।"