রামপুরহাট, 1 মে : বীরভূমের রামপুরহাটের বগটুই হত্যাকাণ্ডে মৃত্যুর সংখ্যা বাড়ল । আজ সকালে মৃত্যু হল আতাহারা বিবি নামে আরও এক মহিলার (Another victim died in Bagtui Massacre Case)। এই নিয়ে গণহত্যা কাণ্ডে মৃত বেড়ে হল 10 ।
আরও পড়ুন :পঞ্চায়েত উপপ্রধানের মৃত্যুর প্রতিবাদে বগটুই গ্রামে জ্বলল বাড়ি, মৃত কমপক্ষে 12
দীর্ঘ একমাস মৃত্যুর সঙ্গে লড়াই করার পর আজ সকালে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হল এই হত্যাকাণ্ডে অগ্নিদগ্ধ আতাহারা বিবির । ফলে বগটুই হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত এক নাবালিকা, এক পুরুষ-সহ আট মহিলার মৃত্যু হল ।
বগটুই কাণ্ডে ফের বাড়াল মৃত্যু সংখ্যা উল্লেখ্য, 21 মার্চ রামপুরহাট 1 নম্বর ব্লকের বড়শাল পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুন হন । এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে বীরভূমে রামপুরহাটের বগটুই গ্রাম । উপপ্রধানের মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে সোমবার রাত থেকেই তাঁর অনুগামীরা তাণ্ডব চালায় গ্রামে বলে অভিযোগ ৷ সোমবার রাতে 10-12টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ সরকারের তরফে জানানো হয়েছে এই ঘটনায় পুড়ে মারা গিয়েছেন 8 জন ৷
ঘটনার তদন্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিট গঠন করেন ৷ 24 মার্চ বগটুই গ্রামে যান মুখ্যমন্ত্রী ৷ তিনি নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দেন ৷ সরকারি চাকরির প্রতিশ্রুতিও দেন ৷ পাশাপাশি এই ঘটনার তদন্ত ভার সিবিআইয়ের হাতে দেয় হাইকোর্ট । এই ঘটনায় শিশু ও মহিলা-সহ সাতজনের পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়। দিন কয়েক পর রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও দু'জন মহিলার মৃত্যু হয় ।