রামপুরহাট, 17 এপ্রিল : ‘‘আমাকে ডলার পেট্রল আনতে বলেছিল,’’ বিস্ফোরক দাবি বগটুই গণহত্যা-কাণ্ডে ধৃত রিটন শেখের ৷ এদিন রিটনকে 13 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় রামপুরহাট মহকুমা আদালত । তারপরেই তাকে জেলে নিয়ে যাওয়ার পথে এই দাবি করে বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত ৷ গণহত্যা কাণ্ডে সিবিআইয়ের প্রাথমিক রিপোর্টে মোট 70জন অভিযুক্তের নাম রয়েছে ৷ যার মধ্যে 28 জনকে গ্রেফতার করা হলেও বেশিরভাগই অজ্ঞাতপরিচয় ৷ তাদেরই অন্যতম অভিযুক্তের নাম সামনে এল বলেই অভিমত তদন্তকারীদের (Another accused name came forward in Bagtui Massacre Probe) ৷
বগটুই কাণ্ডের তদন্তে নেমে 13 এপ্রিল থেকে রিটন শেখকে গ্রেফতার করে সিবিআই । পরদিন তাকে আদালতে তোলা হলে, তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক । আজ সেই মেয়াদ শেষ হওয়ায় অভিযুক্তকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন । অভিযুক্তকে 29 এপ্রিল ফের আদালতে তোলার নির্দেশ দিয়েছেন বিচারক ।
বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুনের পর বগটুই গ্রামের 10-12টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় । মহিলা, শিশু-সহ 7 জনকে পুড়িয়ে মারা হয় । পরে আরও দুই মহিলা রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায় । আগুন লাগানো এবং মোট 9 জনের খুনের তদন্তে এখনও পর্যন্ত তৃণমূল নেতা আনারুল হোসেন-সহ 28 জন গ্রেফতার হয়েছে ।