বোলপুর, 28 সেপ্টেম্বর: 24-এর লোকসভা নির্বাচনের আগে বীরভূম থেকে আরও রাঘববোয়াল ধরা পড়বে । বাদ যাবেন না বিধায়ক-মন্ত্রীরাও ।ইটিভি ভারতের মুখোমুখি হয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন বিজেপির সর্বভারতীয় নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় । লোকসভা নির্বাচনের আগে গরু পাচার মামলায় তৃণমূল নেতাদের গ্রেফতারির ইঙ্গিত দিয়ে তিনি বলেন, "সিবিআই-ইডি কোনও বাদ বিচার করবে না ৷ আরও তথ্য উঠে আসছে ৷" পাশাপাশি, বিরোধী জোটের নামকরণ ইন্ডিয়া দেওয়ার বিষয়েও মুখ খোলেন তিনি ৷ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর উপাচার্য বিজেপির নির্দেশে কাজ করেন কি না, সে প্রশ্নেরও সাফাই দিলেন অনির্বাণ গঙ্গোপাধ্যায় ৷
ইটিভি ভারত: ভারত ও ইন্ডিয়া দুটোই প্রাচীন নাম ৷ 'ইন্ডিয়া' জোটকে ভয় পেয়েই কি বিজেপি সরকার দেশের নাম 'ইন্ডিয়া'র ব্যবহার কম করছে ?
অনির্বাণ গঙ্গোপাধ্যায়: প্রথমত হল ইন্ডি অ্যালায়েন্স ৷ আর বাংলা-হিন্দি-সহ বহু ভাষায় ভারত বলা হয় ৷ যাঁরা ইতিহাস পড়েছেন, যাঁরা সংবিধান পড়েছেন, যাঁরা সাহিত্যচর্চা করেন, যাঁরা সারা দেশে ঘুরে বেড়ান, তাঁরা জানেন এটা খুবই স্বাভাবিক নাম বদল । যে যে ভাষায় কথা বলে সে রকম । এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, যিনি নাকি এই জোটের প্রধান মুখ, তিনি বলে বেড়াচ্ছেন জোটকে ভয় পেয়েছে । এটা হাস্যকর ।
ইটিভি ভারত: 2024 এর নির্বাচনের আগে রাম মন্দির একটা গিমিক ও বিরোধীদের কন্ঠরোধ করতে ইডি-সিবিআইকে ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ, কী বলবেন ?
অনির্বাণ গঙ্গোপাধ্যায়: যাঁরা বলছেন রাম মন্দির গিমিক, তাঁরা ভারতের সংস্কৃতির শিকড়ের থেকে আলাদা হয়ে গিয়েছেন । গিমিক তাঁরা করেন যাঁরা ইলেকশন এলে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ান । রাহুল গান্ধি তাই করেন । ইন্ডি জোটের শরিক ডিএমকে সনাতন ধর্মকে খতম করার কথা বলেছেন ৷ আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি নাকি ইন্ডি জোটে প্রাণভোমরা, তাঁর সৎ সাহস হল না এর প্রতিবাদ করার ।