বোলপুর, 21 এপ্রিল: রাজ্যের প্রথম উদ্ভিদ জীবাশ্ম উদ্যানকে জীববৈচিত্র্য অনুযায়ী ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করা হল ৷ রাজ্য জীববৈচিত্র্য আইন 2005 অনুযায়ী কমপক্ষে দেড় থেকে 2 কোটি বছরের প্রাচীন উদ্ভিদ জীবাশ্ম সংগৃহীত ইলামবাজারের আমখইয়ের উদ্যানকে সংরক্ষিত স্থান হিসাবে ঘোষণা করল পরিবেশ বিভাগ । পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও কলকাতা হাইকোর্টের ছাড়পত্রের পরেই 'বায়োডাইভারসিটি হেরিটেজ সাইট' ঘোষিত হয়েছে ফসিল পার্কটি । এই স্থানে 165টি ছোট বড় উদ্ভিদ জীবাশ্ম রয়েছে ।
বীরভূমের ইলামবাজারের চৌপাহাড়ী জঙ্গলের ভিতরে আদিবাসী অধ্যুষিত আমখই গ্রাম । 2015 সালে পুকুর খননের সময় আদিবাসী মানুষজন উদ্ধার করেন বেশকিছু প্রস্তরীভূত কাঠ । যা উদ্ভিদ জীবাশ্ম । পরে 2016 সালে সরকারের উদ্যোগে এখানে গড়ে ওঠে রাজ্যের প্রথম ও একমাত্র জীবাশ্ম উদ্যান ৷
ভূবিজ্ঞানীদের কাছ থেকে জানা গিয়েছে, ইলামবাজার এলাকা ছোটনাগপুর প্রান্তীয় অঞ্চলের মধ্যে অবস্থিত ৷ ক্রিটেশিয়াস যুগে বৃহৎ এলাকা জুড়ে ভূ-আন্দোলনের ফলে একসঙ্গে বিস্তীর্ণ এলাকার উদ্ভিদ ভূ-অভ্যন্তরে চলে যায় ৷ এরপর উপরের স্তরের চাপ ও নীচের স্তরের তাপের ফলে চাপা পড়ে যাওয়া উদ্ভিদগুলি ধীরে ধীরে থিতিয়ে যায় ৷