সিউড়ি (বীরভূম), 14 এপ্রিল: আগামী বছর লোকসভা নির্বাচন ৷ ওই ভোটে বাংলা থেকে বিজেপিকে 35 এর বেশি আসন জেতানোর জন্য মানুষের কাছে আবেদন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ শুক্রবার বীরভূমের সিউড়িতে বিজেপির জনসভা থেকে তিনি এই আবেদন করেন ৷ পাশাপাশি তাঁর আশ্বাস, বিজেপিকে 35 আসনে জেতালে 2025 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না ৷ তার আগেই পতন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ৷
সামনেই পঞ্চায়েত নির্বাচন ৷ সেই ভোট মেটার এক বছরের মধ্যে লোকসভা নির্বাচন ৷ 2024 এর ওই ভোটকে এখন থেকেই পাখির চোখ করেছে বিজেপি ৷ শুক্রবার বীরভূমের সিউড়ির বেণীমাধব স্কুলের মাঠে দলের জনসভা থেকে সেটাই স্পষ্ট করে দিয়ে গেলেন অমিত শাহ ৷ বাংলায় তিনি কতগুলি আসন জিততে চান, সেটাও জানিয়ে দিয়ে গেলেন ৷
বীরভূম থেকে বাংলার সব মানুষের কাছে তিনি আবেদন করলেন এই রাজ্য থেকে 35 এর বেশি আসনে বিজেপিকে জিতিয়ে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করার জন্য ৷ আর বাংলা থেকে পরবর্তী লোকসভা নির্বাচনে 35টি আসনে বিজেপি জিতলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারেরও পতন হতে বেশি সময় লাগবে না বলে তিনি দাবি করেন ৷ তাঁর কথায়, 2025 পর্যন্ত অপেক্ষা করতে হবে না ৷ তার আগেই মমতার সরকারের পতন হবে ৷