পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Shah on Ram Navami: 24 এ বিজেপি জিতলে বাংলায় রামনবমীর মিছিলে হামলার সাহস কারও হবে না, মন্তব্য অমিত শাহের - নরেন্দ্র মোদি

রামনবমীর মিছিল ঘিরে গোলমালের ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ জানালেন, 2024 এ বিজেপি জিতলে বাংলায় রামনবমীর মিছিলে হামলার সাহস কারও হবে না ৷

Shah on Ram Navami
Shah on Ram Navami

By

Published : Apr 14, 2023, 4:39 PM IST

সিউড়ি (বীরভূম), 14 এপ্রিল: রামনবমীর শোভাযাত্রা নিয়ে সম্প্রতি পশ্চিমবঙ্গে যে অশান্তি ছড়িয়েছিল, এবার সেই প্রসঙ্গই উঠে এল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যে ৷ তাঁর হুঁশিয়ারি, 2024 সালে বিজেপির জয়ের পর রামনবমীর মিছিলে হামলা চালানোর সাহস কারও হবে না ৷ শুক্রবার বীরভূমের সিউড়িতে বিজেপির জনসভা থেকে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, চলতি বছর রামনবমীর শোভাযাত্রা ঘিরে হাওড়ার শিবপুর ও হুগলির রিষড়ায় ব্যাপক গোলমাল হয় ৷ পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় পুরো ঘটনার দায় চাপিয়েছেন বিজেপির উপর ৷ বিজেপির তরফেও পালটা এর দায় তৃণমূলের উপর চাপানো হয়েছে ৷

এই পরিস্থিতিতে এদিন অমিত শাহ জানালেন, রামনবমীর শোভাযাত্রায় হামলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তোষণের রাজনীতির জন্য ৷ 2024 সালে বাংলা থেকে বিজেপি 35টি আসনে জিতলে এই সব বন্ধ হয়ে যাবে ৷ পাশাপাশি বিজেপিকে ভোট দিলে বাংলায় কী কী বন্ধ হতে পারে, সেই খতিয়ানও তুলে ধরেছেন গেরুয়া শিবিরের এই হেভিওয়েট নেতা ৷

তাঁর কথায়, বাংলাকে সন্ত্রাস থেকে মুক্তি দিতে, অনুপ্রবেশ বন্ধ করতে ও পাচার-সহ সমস্ত দুর্নীতি বন্ধ করতে পারে একমাত্র বিজেপি ৷ এই প্রসঙ্গে তিনি অসমের উদাহরণ টেনেছেন ৷ সেখানে বিজেপির সরকার হওয়ার পর অনুপ্রবেশ ও গরুপাচার একেবারে বন্ধ হয়ে গিয়েছে বলে তিনি দাবি করেছেন ৷

পাশাপাশি সারা দেশের প্রেক্ষিতে তাঁর বক্তব্য, একমাত্র নরেন্দ্র মোদিই দেশকে সুরক্ষিত ও সমৃদ্ধ রাখতে পারেন ৷ পাকিস্তানকে উপযুক্ত জবাবও মোদিই দিতে পারেন ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায় এসব পারবেন না ৷ এর পর বাংলার প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, বাংলায় শান্তি রাখতে, দুর্নীতি রুখতে, পরিবারতন্ত্র সরাতে হলে নরেন্দ্র মোদিকেই আবার প্রধানমন্ত্রী করতে হবে ৷

তাই বীরভূম থেকে বাংলার জনগণের কাছে তিনি বিজেপিকে 35টি আসনে জেতানোর ডাক দিয়েছেন ৷ তাঁর দাবি, বাংলা থেকে বিজেপির 35 জন লোকসভায় সাংসদ হিসেবে গেলেই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন হবে ৷

আরও পড়ুন:লোকসভায় বাংলা থেকে বিজেপি 35 আসনে জয়ী হলেই পতন হবে মমতার সরকারের, হুঁশিয়ারি অমিত শাহের

ABOUT THE AUTHOR

...view details