সিউড়ি (বীরভূম), 14 এপ্রিল: পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশংসা শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে ৷ শুক্রবার বীরভূমের সিউড়িতে বিজেপির জনসম্পর্ক অভিযানের মঞ্চ শুভেন্দুর প্রশংসা করলেন অমিত শাহ ৷ তবে শুধু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দুর প্রশংসা শোনা গিয়েছে বঙ্গ বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের গলাতেও ৷
এদিন বীরভূমে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ নয়াদিল্লি থেকে বিমানে তিনি পৌঁছান অন্ডাল বিমানবন্দরে ৷ সেখানে তাঁকে স্বাগত জানাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমন উপস্থিত ছিলেন, তেমনই ছিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও ৷ তাঁদের দু’জনকে সঙ্গে নিয়েই হেলিকপ্টারে সিউড়িতে পৌঁছান অমিত শাহ ৷ তার পর তিনি যেখানে যেখানে গিয়েছেন, সেখানে সেখানে এই দু’জনই কার্যত শাহের ছায়াসঙ্গী ছিলেন ৷
সিউড়ির বেণীমাধব স্কুলের মাঠের সভায় ভাষণ দিতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন অমিত শাহ ৷ সেই প্রসঙ্গেই তিনি তিনি তোলেন শুভেন্দু অধিকারীর নাম ৷ তাঁর কথায়, বাংলার বিধানসভায় দিদির (মমতা) দাদাগিরির সামনে লড়াই করছেন শুভেন্দু অধিকারী ৷ দিদির দুর্নীতি সামনে আনছেন ৷ সেই কারণেই গরুপাচার মামলায় অভিযুক্ত (অনুব্রত মণ্ডল) এখন তিহাড় জেলে বন্দি ৷