বোলপুর, 12 জানুয়ারি: "বাংলায় ধর্মনিরপেক্ষতার পক্ষে আরও শক্তিশালী প্রতিরক্ষা প্রয়োজন ।" বিস্ফোরক মন্তব্য করে বাংলাকে 'ধর্মনিরপেক্ষতার পক্ষে' দাঁড়ানোর পরামর্শ দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন । এখন রামমন্দির উদ্বোধন নিয়ে দেশজুড়ে রাজনৈতিক ও অরাজনৈতিক সমস্ত স্তরেই 'ধর্মনিরপেক্ষতার' প্রশ্নে তরজা চলছে । সেই সময় অমর্ত্য সেনের 'বাংলায় ধর্মীয় সাম্প্রদায়িকতা মুক্ত রাজনীতি প্রয়োজন' মন্তব্য যে তাৎপর্যপূর্ণ তা বলাইবাহুল্য ।
বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের অধ্যাপক তথা বিশ্বভারতীর ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশনের সভাপতি সুদীপ্ত ভট্টাচার্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে একটি ইমেল করেন ৷ ইমেলে দেশ তথা রাজ্যের বর্তমান পরিস্থিত সংক্রান্ত বেশ কিছু বিষয় জানতে চান ও পরামর্শ চান ৷ সেই সংক্রান্ত একটি ইমেলে বর্ষীয়াণ অর্থনীতিবিদ সুদীপ্তবাবুকে জানান, "আজ বাংলার প্রধান ইস্যু হল ধর্মনিরপেক্ষতার পক্ষে দাঁড়ানো । যার শক্তিশালী প্রতিরক্ষার প্রয়োজন । দীর্ঘ ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য থাকা সত্ত্বেও কখনও কখনও তা পায় না । বাংলায় ধর্মীয় সাম্প্রদায়িকতা মুক্ত রাজনীতি দরকার । ধর্মনিরপেক্ষ রাজনীতির শক্তিকে হারিয়ে যেতে দেওয়া ভুল হবে । সবচেয়ে বড় কথা, বাংলার ঐক্যবদ্ধ পরিচয়কে হারাতে হবে না ।"