শান্তিনিকেতন, 22 ফেব্রুয়ারি : সাংসদ তথা শিক্ষাবিদ কৃষ্ণা বসুর প্রয়াণে দুঃখপ্রকাশ করলেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷ বললেন, "খুবই বড়রকমের ক্ষতি হল ৷ ওঁর মতো লোক পাওয়া খুবই কঠিন ৷ ভারতের পক্ষে খুবই ভাগ্যের ব্যাপার ছিল ৷ ভারতীয় রাজনীতি, ভারতীয় সমাজ-চিন্তায় তাঁর অবদানগুলি আমাদের কাছে তুলে ধরেছিলেন ৷ ভারত ও পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে তাঁর মূল্যবান কথায় আমরা অনেক উপকৃত হয়েছি ৷"
দেশ ও রাজ্য রাজনীতিতে কৃষ্ণা বসুর অবদানে আমরা উপকৃত : অমর্ত্য সেন - কৃষ্ণা বসু
ভারতের পক্ষে কৃষ্ণা বসুর মতো মানুষ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার ছিল বলেই মনে করছেন অর্থনীতিবিদ অমর্ত্য় সেন ৷ শুধু গুণের কথাই বললেন না ৷ জানালেন, ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ৷ "আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি যে তাঁর স্নেহ, বন্ধুত্ব পাওয়ার সুযোগ আমার হয়েছে ৷"
স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, "আমার পক্ষে শুধু ওঁর গুণের কথা বললে চলবে না ৷ তিনি আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ৷ তাঁর সঙ্গে কথা বলার সুযোগ পেলেই আমার ভালো লাগত ৷ তাঁর ছেলে অধ্যাপক সুগত বসুর সঙ্গে হার্ভার্ডে যেতেন ৷ তখন তাঁর সঙ্গে কথা বলার সুযোগ হত ৷ আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি যে তাঁর স্নেহ, বন্ধুত্ব পাওয়ার সুযোগ আমার হয়েছে ৷ তাঁর থেকে নানাভাবে লাভবান হয়েছি, এই বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ ওঁর কথা নানা দিক দিয়ে মনে পড়বে ৷ কোনওটা কাজের দিক, কোনওটা মানসিক যোগাযোগের দিক, কোনওটা চিন্তার জগৎ, সব কিছুর মধ্যে কৃষ্ণা বসু আমার মনে বারবারই আসবে ৷"
ঘুরে ফিরে কৃষ্ণা বসু চিন্তাতে আসবেন বলেই জানালেন অমর্ত্য সেন ৷ বললেন, "এই অভাব পূরণ করা সহজ হবে না । ওঁর অভাব বোধ করব ৷ কতটা ক্ষতিতে পড়লাম সেই নিয়েও আমাদের চিন্তা চলতে থাকবে ৷ যে যা করছেন, অনেক সময় স্পষ্টভাবে বোঝা যায় না ৷ তাঁরা চলে গেলে আমরা বুঝতে পারি, কীভাবে কতভাবে আমাদের জীবনকে সমৃদ্ধ করেছেন ।"