পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Visva-Bharati University : পড়ুয়াদের সমর্থন অমর্ত্য সেনের পরিজনের, আচার্যকে চিঠি অধ্যাপকদের - Visva-Bharati University

বিশ্বভারতীতে (Visva-Bharati University) আন্দোলনকারী পড়ুয়াদের সমর্থন জানালেন অমর্ত্য সেনের (Amartya Sen) পরিবার ৷ পাশাপাশি অধ্যাপকদের তরফে আচার্য তথা প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে ৷ তাতে উপাচার্যের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে ৷

বিশ্বভারতীতে পড়ুয়াদের সমর্থন অমর্ত্য সেনের পরিবারের
বিশ্বভারতীতে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়ালেন অমর্ত্য সেনের পরিবার ৷

By

Published : Sep 2, 2021, 5:10 PM IST

শান্তিনিকেতন, 2 সেপ্টেম্বর : পড়ুয়াদের আন্দোলনে এবার পাশে দাঁড়ালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) পরিজন ৷ পাশে রয়েছেন আশ্রমিকরাও । বৃহস্পতিবার অবস্থান মঞ্চে এসে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তাঁরা । ইতিমধ্যেই উপাচার্যের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে আচার্য তথা প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন বিশ্বভারতীর অধ্যাপকরা ।

উপাচার্যের বাসভবনের সামনে বিশৃঙ্খলা সরাতে রাজ্য সরকার কোনও রকম সহযোগিতা করছে না বলে অভিযোগ এনেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ সেই মর্মে কলকাতা হাইকোর্টে মামলাও করা হয়েছে ৷ বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানানো হয়েছে ৷ এনিয়ে ইতিমধ্যে হলফনামা জমা দেওয়া হয়েছে ।

বিশ্বভারতীতে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়ালেন অমর্ত্য সেনের পরিবার ৷

শান্তিনিকেতনের আশ্রমিকরা এদিন আন্দোলনরত পড়ুয়াদের অবস্থান মঞ্চে আসেন । কথা বলেন তাঁদের সঙ্গে । এছাড়াও, আন্দোলনরত পড়ুয়াদের পাশে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের আত্মীয় শান্তভানু সেন । তিনি বলেন, "আমাদের পুরোপুরি সমর্থন রয়েছে পড়ুয়াদের এই আন্দোলনে । অধ্যাপক সেন যদি থাকতেন উনিও সমর্থন করতেন । যেকোন অন্যায়ের বিরুদ্ধে সব সময় তিনি প্রতিবাদ জানান । বিশ্বভারতীর উপাচার্য ওঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন ।"

গত এক বছরে 12 জন অধ্যাপক-অধ্যাপিকাকে সাসপেন্ড করা হয়েছে । এছাড়াও অর্থনীতি বিভাগের দুই ছাত্র ও সঙ্গীতভবনের এক ছাত্রীকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয় । তার প্রতিবাদেই উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী । 27 আগস্ট রাত থেকে শান্তিনিকেতনে উপাচার্যের বাসভবন পূর্বিতা ঘেরাও করে চলছে বিক্ষোভ । সেই থেকেই উপাচার্যকে ঘেরাও করা রাখা হয়েছে ৷ তাঁর বাড়ির সামনে অবস্থান মঞ্চ তৈরি করে চলছে আন্দোলন ৷

আরও পড়ুন : Visva Bharati University : খাবার পাচ্ছেন না জানিয়ে আচার্যকে চিঠি উপাচার্যের, বেতন বন্ধ অধ্যাপকদের

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details