পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Amartya Sen: বঙ্গবিভূষণ সম্মান নিচ্ছেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন - Amartya Sen

অমর্ত্য সেন বঙ্গবিভূষণ সম্মান নিচ্ছেন না বলে জানিয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদের পরিবার (Amartya Sen not Taking State Governments Banga Bibhushan Award) ৷ তবে, রাজ্য সরকারের দেওয়া সম্মান কেন নেবেন না তিনি ? সেই প্রশ্নের জবাব নোবেলজয়ী অর্থনীতিবিদের পরিবারের তরফে জানানো হয়নি ৷

amartya-sen-not-taking-state-governments-banga-bibhushan-award
amartya-sen-not-taking-state-governments-banga-bibhushan-award

By

Published : Jul 24, 2022, 4:13 PM IST

Updated : Jul 24, 2022, 5:32 PM IST

শান্তিনিকেতন, 24 জুলাই: বঙ্গবিভূষণ সম্মান নিচ্ছেন না অমর্ত্য সেন ৷ নোবেলজয়ী অর্থনীতিবিদের পরিবারের তরফে এমনটাই জানানো হয়েছে বলে সূত্রের খবর (Amartya Sen not Taking State Governments Banga Bibhushan Award) ৷ তবে, পরিবারের তরফে সরাসরি এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি ৷ রাজ্য সরকারের দেওয়া বঙ্গবিভূষণ সম্মান কেন নেবেন না, তাও পরিবারের তরফে স্পষ্ট করা হয়নি ৷ এই মুহূর্তে অমর্ত্য সেন বিদেশে রয়েছেন ৷

এ বছর রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে সম্মানিত করার কথা ঘোষণা করা হয় ৷ সেই মতো তাঁকে রাজ্য সরকারের তরফে চিঠি দিয়ে আমন্ত্রণও জানানো হয়েছিল ৷ কিন্তু, এ দিন প্রবীণ এই অর্থনীতিবিদের পরিবারের তরফে জানানো হয়েছে, তিনি রাজ্য সরকারের দেওয়া এই সম্মান নেবেন না ৷ তবে, কেন এই সিদ্ধান্ত নিলেন অমর্ত্য সেন ? এই প্রশ্নের জবাব পাওয়া যায়নি ৷ তবে, তাঁর সিদ্ধান্ত তিনি বঙ্গবিভূষণ প্রদানকারী কমিটিকে জানিয়েছেন বলে সূত্রের খবর ৷

প্রসঙ্গত, 2011 সালে তৃণমূল রাজ্যে ক্ষমতায় এলে 25 জুলাই থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টদের এই সম্মান দেওয়ার প্রথা চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চলতি মাসেই 2 বছর পর ভারতে তথা শান্তিনিকেতনে তাঁর বাড়ি ‘প্রতীচী’-তে এসেছিলেন অমর্ত্য সেন ৷ করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে, দীর্ঘ 2 বছর তিনি ভারতে আসেননি ৷ এ বার শান্তিনিকেতনের বাড়িতে সপ্তাহখানেক ছিলেন ৷

আরও পড়ুন:তিন প্রধানকে বঙ্গবিভূষণ পুরস্কার বয়কটের আবেদন সুজনের

সমালোচকদের মতে, গত দু’দিন ধরে দুর্নীতির অভিযোগে যেভাবে রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠে এসেছে এবং তাঁকে গ্রেফতার করেছে তদন্তাকারীরা, সেই ঘটনায় সমাজের সর্বস্তরে নিন্দা শুরু হয়েছে ৷ যা নিয়ে অস্বস্তিকে রয়েছে রাজ্য সরকার ৷ এমনকি সিপিআইএম এর সুজন চক্রবর্তী গতকালই বলেছিলেন, বঙ্গবিভূষণ সম্মান সকলের প্রত্যাখান করা উচিত ৷ আর তার 24 ঘণ্টার মধ্যে নোবেলজয়ী অর্থনীতিবিদের এই সিদ্ধান্ত বেশ অর্থহব বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

Last Updated : Jul 24, 2022, 5:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details