সিউড়ি, 30 মে: অমর্ত্য সেনের বিতর্কিত জমি মামলায় মঙ্গলবার সম্পত্তি আধিকারিকের উচ্ছেদের বিজ্ঞপ্তি সিউড়ি আদালতে পেশ করল বিশ্বভারতীর আইনজীবী ৷ পালটা যিনি এই বিজ্ঞপ্তি দিয়েছিলেন, তাঁর বিজ্ঞপ্তি জারি করার অধিকার আছে কি না, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন অমর্ত্য সেনের আইনজীবী ৷ এদিন বিশ্বভারতীর পেশ করা বিজ্ঞপ্তিকেও চ্যালেঞ্জ জানিয়েছেন অমর্ত্য সেনের আইনজীবী সৌমেন্দ্র রায়চৌধুরী ৷ আগামী 13 জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৷ প্রসঙ্গত, জেলা আদালতে মামলার নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত বিশ্বভারতীর জমি খালি করার বিজ্ঞপ্তির উপর ইতিমধ্যেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷
এদিন পালটা অমর্ত্য সেন এবং তাঁর আইনজীবীর বিরুদ্ধে মামলার শুনানিতে ইচ্ছাকৃত দেরি করানো অভিযোগ তুলেছেন বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাস ৷ তাঁর মতে কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় নানান ইস্যুতে মামলার শুনানির দিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন অমর্ত্য সেনের আইনজীবী ৷ এ দিন মামলার শুনানি শুরু হতে গ্যাজেট নোটিফিকেশন আদালতে পেশ করেন আইনজীবী সুচরিতা বিশ্বাস ৷ অর্থাৎ, যে উচ্ছেদের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল অধ্যাপক সেনকে, তা পেশ করা হয় আদালতে ৷
কিন্তু, অমর্ত্য সেনের আইনজীবী সেই বিজ্ঞপ্তির বৈধতা এবং সম্পত্তি আধিকারিকের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন ৷ বিশ্বভারতীর পেশ করা গ্যাজেট নোটিফিকেশনকে চ্যালেঞ্জ জানান আইনজীবী সৌমেন্দ্র রায়চৌধুরী ৷ মামলাটি এদিনের মতো স্থগিত করে দেওয়া হয়েছে ৷ আগামী শুনানি হবে 13 জুন ৷